টি-টোয়েন্টি বিশ্বকাপ

৫ ম্যাচেই হারবে বাংলাদেশ, কল্পনাও করেননি ‍ডু প্লেসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:39 সোমবার, 08 নভেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার, তাতে ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষে বাড়ি ফিরেছে বাংলাদেশ। মূল পর্বে সবগুলো ম্যাচই হারবে এমনটা কল্পনাই করেননি ফাফ ডু প্লেসি। ভালো শুরু করতে না পারায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। টানা জয়ে আত্মবিশ্বাস তৈরি হলেও সেটা কাজে দেয়নি বিশ্বকাপে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে হারার পর বাছাই পর্বের প্রথম ম্যাচে হোঁচট খায় স্কটল্যান্ডের কাছে। 

বাংলাদেশের জন্য যেটা খানিকটা অপ্রত্যাশিতই ছিল। স্কটিশদের কাছে হারায় তলানিতে ঠেকে বাংলাদেশের আত্মবিশ্বাস। ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার টুয়েলভে গেলেও সেই ধারা বজায় রাখতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।  যেখানে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বাংলাদেশ।

শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেলেও হারাতে পারেননি সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। আইসিসির টুর্নামেন্টে ভালো করতে ক্রিকেটারদের ফর্মটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডু প্লেসি। আর সেখানেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। একমাত্র সাকিব ছাড়া আর কেউ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তাতে শূন্য হাতে ফিরতে হয়েছে টাইগারদের। 

ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ডু প্লেসি বলেন, ‘হ্যাঁ, আমি পাঁচটির মাঝে পাঁচটি আশা করিনি (হার)।কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্ম এবং মোমেন্টামটা গুরুত্বপূর্ণ। আপনি যখন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে আসেন তখন আপনাকে ভালো পারফর্ম করতে হবে এবং ভালো শুরু করতে হবে। আমি যদি ভারতকে উদাহরণ হিসেবে দেখাই তাহলে দেখবেন তাদের শুরুটা ভালো হয়নি। কারণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা ফর্মে ছিল না। তাদের ফর্মে ফিরতে ২-৩ টা ম্যাচ লেগেছিল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘টুর্নামেন্টের জন্য আপনার সেরা খেলোয়াড়দের ফর্মে আনতে ভাগ্যেরও কিছুটা প্রয়োজন। তারা পুরো টুর্নামেন্টে সেই ফর্মটি ধরে রাখবে এবং সেমিফাইনালে নিয়ে যাবে কিংবা বিশ্বকাপ জেতাবে নয়তো না। আমি মনে করি বাংলাদেশের জন্য এটি অবশ্যই চ্যালেঞ্জ। তারা ভালো শুরু করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসাটা কঠিন।’