টি- টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে আরও অলরাউন্ডার খেলাতে বলছেন লক্ষ্মণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 সোমবার, 08 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়েছে ভারত। আগামী বছর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। এবারের ব্যর্থতা ঘুচিয়ে আগামী বিশ্বকাপে ঘুরে দাড়াতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রতি পরামর্শ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

লম্বা সময় ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন হার্দিক পান্ডিয়া। এর ফলে এই সময়ে ম্যাচ খেলেছেন একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। বোলিংয়ে তাঁর সার্ভিস না পাওয়ায় বিশ্বকাপে ছয় বা সাত নম্বর বোলারের অভাব বোধ করেছে দল।

লক্ষ্মণ বলেন, ‘আমরা জানি, হার্দিক ফিটনেস নিয়ে ভুগছে। তাই আপনাকে এমন দুই জন ব্যাটার নিতে হবে, যারা আপনাকে দুই ওভার বোলিং করে দিবে। এটা অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ভিন্ন কন্ডিশনের জন্য আপনার এমন দুই জন বোলার দরকার যারা গতিতে বোলিং করতে পারে। যেখানে বল সুইং করবে কি না, এটা আপনি নিশ্চিত না।’

ভারতের বোলিং লাইনআপ তুলনামূলক শক্তিশালী করতে দলে আরও বেশি অলরাউন্ডার খেলানো উচিত। যারা ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতেও অবদান রাখতে পারবে। আর তা অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলকে বাড়তি সুবিধা দেবে।

এ প্রসঙ্গে লক্ষ্মণ বলেন, ‘আপনাকে এমন ব্যাটার খুঁজে বের করতে হবে, যে বোলিংও করতে পারে। কারণ আপনার যদি ছয় বা সাত নম্বর বোলার থাকে, তাহলে অধিনায়ক হিসেবে আপনার ওপর কোনো চাপ থাকবে না।’