বাংলাদেশ ক্রিকেট

বাজে উইকেটে আমরা বড় শট খেলার সাহসই করি না: ইয়াসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:48 সোমবার, 08 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর দেশের ক্রিকেটীয় আলোচনায় বড় স্থান দখল করেছে মিরপুরের উইকেট! মিরপুরের স্লো উইকেটে ভেলকি দেখান স্পিনাররা, আর এই ফাঁদে পা রাখে ব্যাটাররা। আর তাই এই উইকেটে ছক্কা মারার সাহসই থাকে না ব্যাটারদের, এমনটা মনে করছেন ইয়াসির আলী রাব্বি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন সংস্করণেই রান তুলতে কষ্ট করা লাগে ব্যাটারদের। মারকুটে ইনিংস খুব বেশি দেখা যায় না বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছাড়াও মিরপুর সবুজ গালিচায় আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেই বিপিএলেও দেশি ব্যাটারদের কাছ থেকে মারকাটারি ইনিংস দেখা যায় কমই।

এর কারণ খুঁজে পেয়েছেন ইয়াসির। ডানহাতি এই ব্যাটার মনে করেন পর্যাপ্ত সাহসের অভাবেই ঘরের মাটিতে ছক্কা হাঁকানোর শট খেলেন না দেশের ব্যাটাররা।

সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে ইয়াসির বলেন, 'আমি শুধু মিরপুরের উইকেট বলবোনা, উইকেট অবশ্যই দায়ী। উইকেটের সাথে সাথে আমাদের মানসিক যে ব্যাপারটা, উইকেট বাজে হলে আমরা বড় শট মারার মানসিকতায় থাকি না, সাহসটা আমাদের আসে না। আমি বলব কিছুটা দায় আছেই। যদিও এনসিএলে স্পোর্টিং উইকেট ছিল।'

তিনি আরও বলেন, 'সাহসটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাহস না থাকলে আপনি কখনো ছয় মারতে পারবেন না। আমার কাছে মনে হয় এ জিনিসটা একটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাহস থাকতে হবে ছয় মারার জন্য।'

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা।