টি- টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালের জন্য নিজেদের সেরাটা জমিয়ে রেখেছে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:51 সোমবার, 08 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। সেমিফাইনালের জন্য নিজেদের সেরাটা জমিয়ে রেখেছে পাকিস্তান।

দারুণভাবে আসরে একের পর এক ম্যাচ জিতে চলেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আসর শুরু করে একে একে নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়েছে তারা।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন জয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। তাই ধরে নেয়া হচ্ছিলো শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রাখবে তারা।

কিন্তু এমন কিছুই হয়নি। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন দলটির ব্যাটাররা। ৪৭ বলে ৬৬ রান করেছেন অধিনায়ক বাবর আজম। ১৯ বলে ৩১ রান করেছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। ১৮ বলে ছয় ছক্কা ও এক চারে ৫৪* রান করেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক। ম্যাচ শেষে সেমিফাইনাল নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান তিনি।

সেমিফাইনালকে সামনে রেখে মালিক বলেন, 'আমরা আগের ম্যাচগুলোতেও দেখেছি, যদি আমরা উইকেট না হারাই তাহলে বড় লক্ষ্য দেয়া সম্ভব। ড্রেসিং রুমে এটা নিয়েই কথা হচ্ছিল। ১৫০ রান অন্তত করা, আর ম্যাচের শুরুতে উইকেট না দেয়ার লক্ষ্য ছিল আমাদের।'

তিনি আরও বলেন, 'এই ধরনের উইকেটে আপনি ৬-৮ বল দেখতে পারেন, এরপরই বড় শট খেলতে পারেন। আমি ভালো ফর্মে আছি। দলের জন্য আরও ধারাবাহিক হতে চাই। যাতে করে দল উপকৃত হয়। সেমিফাইনালে বড় ম্যাচ অপেক্ষা করছে। সেমিফাইনালেই আমরা নিজেদের সেরাটা দেবো।'

১১ নভেম্বরের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আরেকটি সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।