টি-টোয়েন্টি বিশ্বকাপ

হরভজনের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে নেই কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:21 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে আপনি ক্রিকেটের যে সংস্করণ নিয়েই আলোচনা করুন না কেন তাতে কোনো না কোনোভাবে বিরাট কোহলির নাম আসবেই। তবে হরভজন সিংয়ের চোখে টি-টোয়েন্টিতে এখনও সর্বকালের সেরাদের কাতারে আসতে পারেননি কোহলি। যে কারণে ভারতের সাবেক এই ক্রিকেটারের টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়কের।

হরভজনের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে কোহলির জায়গা না হলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি ও জসপ্রিত বুমরাহ। ধোনিকে একই সঙ্গে উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্ব দিয়েছেন হরভজন।

ধোনিকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়ার কারণ জানিয়ে হরভজন বলেন, 'ধোনি শুধুই দলের অধিনায়ক না, সে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবে। এখানে উইকেটরক্ষক হিসেবে জস বাটলারও আছে , তবে ধোনিকেই প্রথম পছন্দ আমার।'

হরভজনের এই একাদশে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী ক্রিস গেইল। ৪৫৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইউনিভার্স বস সবমিলিয়ে এই সংস্করণের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। এই একাদশে গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনটা বাটলারের দখলে আছে।

মিডল অর্ডারে হরভজনের আস্থা শেন ওয়াটসন, এবিডি ভিলিয়ার্স ও ধোনির ওপর। অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড ও ড্রোয়াইন ব্রাভো।

হরভজনের এই একাদশে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারের সঙ্গে আছেন তিনজন সামনের সারির বোলার। যেখানে একমাত্র স্পিনার সুনিল নারিন। বাকি দুই পেসার হলেন লাসিথ মালিঙ্গা ও বুমরাহ।