টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমরা ঠিক সময়ে জ্বলে উঠেছি: ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:31 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এতে বড় অবদান অজি বোলারদের। কারণ টুর্নামেন্টের শুরুর দিকে একেবারে নিষ্প্রভ ছিলেন ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চরা। তবে আসরের মাঝ পথে এসে ঠিকই জ্বলে উঠেছেন তারা এমনটাই দাবি ওয়ার্নারের।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দুই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় হারের পর আবারও ঘুরে দাঁড়ায় অজিরা।

দল হিসেবে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেললেও শুরুর দিকে ব্যর্থ ছিল টপ অর্ডার ব্যাটাররা। ওয়ার্নার শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি পেলেও ব্যর্থ ছিলেন পরের দুই ম্যাচে। তবে দলের গুরুত্বপূর্ণ সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিকই ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।

ওয়ার্নার বলেন, 'আমরা ঠিক সময়ে জ্বলে উঠেছি। দিনশেষে আপনাকে এখান থেকে আরও উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমরা তাই করার চেষ্টা করছি।'

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছিল ওয়ার্নারের। এই সময়ে অনেক সমালোচনাও শোনতে হয়েছে তাকে। অভিজ্ঞ এই ওপেনার হয়তোবা নিজেকে জমিয়ে রেখেছিলেন বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য।

ওয়ার্নার প্রসঙ্গে অ্যারন ফিঞ্চ বলেন, 'লম্বা সময় ধরে দলের হয়ে খেলছে এবং সে একজন বিশ্বমানের ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে অনেকেই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে তবে আমি বুঝিনা কেন?'