টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে আফগানিস্তান, সেমিতে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:08 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারলেও পরবর্তীতে দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তবে সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। সেমিফাইনালে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও ধুলিসাৎ হয়ে গেছে। নিউজিল্যান্ডকে আফগানিস্তানকে হারাতে পারলেই কেবল সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতো ভারত। এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাতে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিল আফগানরা। যেখানে তাঁদের সঙ্গী বিরাট কোহলির ভারত।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বড় জুটি গড়তে পারেননি ড্যারিল মিচেল ও মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে তারা দুজনে যোগ করেছেন ২৬ রান। ইনিংসের চতুর্থ ওভারে মিচেল ফিরলে ভাঙে এই জুটি। ১২ বলে ১৭ রান করে মুজিব উর রহমানের বলে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে গাপটিল ও কেন উইলিয়ামসন মিলে যোগ করেছেন ৩১ রান। ২৩ বলে ২৮ রান করা গাপটিলের বিদায়ে ভেঙেছে তাদের এই জুটি। অভিজ্ঞ এই ওপেনারকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ খান। 

তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। এরপর আর কোনো উইকেট হারাতে দেননি তারা। তাতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিতের দিনে উইলিয়ামসন ৪০ ও কনওয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন। 

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানে করেছেন নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়া গুলবাদিন নায়েব ১৫ ও মোহাম্মদ নবি করেছেন ১৪ রান। কিউইদের হয়ে বোল্ট তিনটি ও টিম সাউদি নিয়েছেন দুটি উইকেট।