টি- টোয়েন্টি বিশ্বকাপ

রয়ের ইনজুরিতে ভুগেছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েন জেসন রয়। দলের অন্যতম সেরা এই ব্যাটারকে ছাড়া যথেষ্ট ভুগেছে ইংল্যান্ড। যা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরও একবার স্বরণ করিয়ে দিয়েছেন ইয়ন মরগান।

গত শনিবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড হেরেছে মাত্র দশ রানে। এই ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়ে ১৫ বলে ২০ রান করে রিটায়ার্ড হাট হয়ে মাঠ ছেড়েছিলেন রয়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দল। এদিন বড় রান করতে পারেননি দলের কেউই। শেষ পর্যন্ত ইংল্যান্ড জয়ের কাছাকাছি গিয়ে ম্যাচ হারলেও আর ব্যাটিংয়ে নামতে পারেননি এই ইংলিশ ওপেনার। যা ভুগিয়েছে দলকে।

রয়ের ইনজুরি প্রসঙ্গে মরগান বলেন, 'অবশ্যই, আপনার সেরা ব্যাটার যখন ছিটকে যাবে, সেটা অপনাকে ভোগাবে। বিশেষ করে রয়ের মতো ইনফর্ম কেউ যদি হয়। অন্যদিকে দলের খুব বেশি ব্যাটার টুর্নামেন্টে লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগ পায়নি। এই ম্যাচে তারা সুযোগ পেয়েছে যা সেমিফাইনালের জন্য কাজে লাগবে।'

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ইংলিশরা। নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে মরগানের দল। এই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চান ইংল্যান্ড অধিনায়ক।

মরগান বলেন, 'প্রত্যেক ম্যাচেই আমাদের সেরাটা দিয়ে খেলতে পারব না, কিন্তু আমাদের জয়ের ধারায় ফেরা প্রয়োজন। গত ম্যাচগুলোতে আমরা যে শরীরি ভাষা নিয়ে খেলেছি, এই ম্যাচে তা দেখাতে পারিনি। আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল। আমরা বল হাতে তাদের বেঁধে রাখতে পেরেছিলাম।'