টি- টোয়েন্টি বিশ্বকাপ

আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরছে দ.আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:56 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতেও সেমিফাইনালে খেলা হলো না দক্ষিণ আফ্রিকার। তবে জয় দিয়ে শেষ করতে পেরে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করেছে প্রোটিয়ারা। এই বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে দল অনেক দূর এগিয়ে যাবে, এমনটাই বিশ্বাস টেম্বা বাভুমার।

গত শনিবার (৬ নভেম্বর) সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দশ রানে জিতেছে বাভুমার দল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতোই চার ম্যাচ জিতলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও আশাহত হচ্ছেন না অধিনায়ক বাভুমা।

বাভুমা বলেন, 'এখান থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং জয়ের ধারায় ফিরেছি। এই আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।'

তিনি আরও বলেন, 'জয়টা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু শেষটা আমাদের জন্য তিক্ত হয়েছে। আমরা জিততে চেয়েছিলাম। সেটা পেরেছি কিন্তু তা যথেষ্ট হয়নি। ব্যাটে-বলে আমাদের সর্বোচ্চটুকুই দিয়েছি।'

এবারের আসরে গ্রুপ-১ এ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান আট পয়েন্ট নিয়ে এই পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড । তাই নেট রান হয়ে উঠে মহা গুরুত্বপূর্ণ। আর এই সমীকরণেই পিছিয়ে থেকে বাদ পড়ে পুরো আসরে অসাধারণ খেলতে থাকা বাভুমার দল।

প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আসরের শুরুতে নেট রান রেট অতটা গুরুত্বপূর্ণ ছিল না, আমরা শুধুই জয়ের দিকে মনযোগী ছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের শেষ ম্যাচে নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবমিলিয়ে আমি আমার দল নিয়ে গর্বিত এবং আমি মনে করি এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারছি।'