ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনই থামছেন না ব্রাভো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:29 রবিবার, 07 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আরও কয়েকবছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যেতে চান ডোয়াইন ব্রাভো। যতদিন শরীর ফিট থাকবে ততদিনই খেলে যাওয়ার ইচ্ছা ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের।

কয়েকবছর আগে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ব্রাভো। অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে আসেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বজুড়ে রেকর্ড ১৬টি টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন ব্রাভো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার ইতোমধ্যেই খেলেছেন ৫১২টি ম্যাচ। যেখানে ছয় হাজার ৬২৭ রানের পাশাপাশি নিয়েছেন ৫৫৩ উইকেট। এসব সংখ্যা এখনই থামছে না!

ব্রাভো বলেন, 'আমার শরীর যতদিন সায় দিবে আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। আমার লক্ষ্য ছিল কয়েকবছর আগেই অবসরে যাওয়া। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোর্ডে পরিবর্তন এসেছে যা আমার সিন্ধান্তেরও পরিবর্তন আনে।'

তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আমি ফিরে আসতে চেয়েছি, কেননা শারীরিকভাবে আমি এখনো ফিট এবং আমি আমার খেলা উপভোগ করছি।'

জাতীয় দলের হয়ে ৯১টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডেতে খেলা হয়েছে তাঁর। জাতীয় দল থেকে অবসরের জন্য এটাই সঠিক সময়, বলছেন ব্রাভো।

তিনি বলেন, 'আমি মনে করি সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় ছিল। পরের প্রজন্মকে খেলার সুযোগ করে দেয়া জরুরী। আমি আশা করব, তাদেরও ১২ থেকে ১৮ বছরের লম্বা ক্যারিয়ার হবে আমার মতো।'