টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে নিয়ে ভয়ে শোয়েব!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 শনিবার, 06 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে রীতিমতো উড়ছে পাকিস্তান। আসরে এখনও পর্যন্ত বাবর আজমদের ডানা ভাঙার সাহস দেখাতে পারেনি কেউই। ইতোমধ্যেই নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে একমাত্র দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান- শাহিন আফ্রিদিদের এমন পারফরম্যান্সের পরও এবার শিরোপা হাতছাড়া উচিত হবে না, এমনটাই বলছেন শোয়েব আখতার। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের মতো শিরোপা হাতছাড়া করতে চান না তিনি।

ভারতকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা করেছিল পাকিস্তান। বোলারদের দাপুটে বোলিংয়ের পর বাবর-রিজওয়ানের ব্যাটের ওপর ভর করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল তারা। এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস পাকিস্তান আর হাতছাড়া করেনি।

এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়াকে হারিয়ে আসরে এখনও পর্যন্ত অপরাজিত পাকিস্তান। সবগুলো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে দুর্দান্ত ফর্মে থাক বাবর-আসিফ আলীরা। কখনও ব্যাটাররা আবার কখনও বোলাররা পাকিস্তানের তলোয়ার হিসেবে আধিপত্য বিস্তার করছে।

ক্রিকেটারদের এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা দেখাচ্ছে শোয়েবকে। পাকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, 'এবারের বিশ্বকাপটি হাতছাড়া করা আমাদের উচিত হবে না। ১৯৯৯ এর মতো আরও একটি খারাপ দিন আমরা চাই না।'

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলেছিল পাকিস্তান। কিন্তু শেষ-মেষ ফাইনলে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ নিয়ে ঘরে ফিরতে হয়েছিল পাকিস্তানি সমর্থকদের। পকিস্তানের ক্রিকেটে এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না শোয়েব।

তিনি বলেন, 'এবারের আসরে পাকিস্তান যেভাবে খেলছে তা দেখে আমার ১৯৯৯ এর ওয়ানডে বিশ্বকাপের কথা মনে পড়ছে। আমরা আর কোনো দুর্ভাগা দিন চাই না, যা আমাদের কষ্ট দিবে। তাই এবারের বিশ্বকাপটি জিতো। '