ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়ের সঙ্গে লক্ষণকেও বড় দায়িত্ব দিচ্ছে বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:36 শনিবার, 06 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েক দিন আগেই ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। তাই শূন্য হয়ে আছে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচের পদ। এবার দ্রাবিড়ের ফেলে আসা ঠিকানায় দায়িত্ব নিতে যাচ্ছেন ভিভিএস লক্ষণ!

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি দায়িত্ব নেয়ার পর ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনির পর এর সর্বশেষ উদাহরণ হতে যাচ্ছেন লক্ষণ ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, 'সৌরভ ও জয় উভয়েই লক্ষ্মণকে এনসিএর দায়িত্ব দিতে চায়। তবে হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ভারতের সাবেক এই ক্রিকেটারের ওপর। নিঃসন্দেহে তিনি এই তালিকায় সবার সামনে আছেন।'

সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে বেশ লম্বা সময় খেলেছেন দ্রাবিড় ও লক্ষণ। তাই দুই জনের মধ্যে বন্ধনটা পুরোনো। খেলার মাঠের সেই বোঝাপড়াটা এবার খেলার বাইরেও থাকলে তাদের দুজনের হাত ধরে ভারতের ক্রিকেট চলে যাবে অনেক দূর।

দ্রাবিড় যেমন জাতীয় দল সামলাবেন, লক্ষণও তেমনি তরুণ ক্রিকেটারদের কৌশলী করে তুলবেন, প্রত্যাশা বিসিসিআইয়ের। দুই জনের পুরোনো অভিজ্ঞতা প্রসঙ্গে বিসিসিআই সূত্র বলেছে, 'তিনি নিশ্চয় ভুলে যাবেন না যে, বর্তমান জাতীয় দলের কোচ দ্রাবিড়ের সঙ্গে তার বোঝাপড়াটা খুবই ভালো।'

বিসিসিআই সূত্র আরও বলেছে, 'এই দুই জন একসঙ্গে কাজ করলে ভারতীয় ক্রিকেট অনেকদূর যাবে। পরবর্তী প্রজন্মের তারকা তৈরি করতে প্রাক্তন ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।'