টি- টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই সেমিতে পা রাখতে চান মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:33 শনিবার, 06 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ইংল্যান্ড। তবে শনিবার (৬ নভেম্বর ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারলে পাল্টে যেতে পারে সব সমীকরণ । তখন ইংলিশদের তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। তাই শেষ ম্যাচ জিতেই সেমিফাইনালে যেতে চান ইয়ন মরগান।

গ্রুপ-১ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। বাকি তিন দলের সবারই সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার।

অস্ট্রেলিয়া যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে আর এদিকে ইংল্যান্ডকে যদি বড় ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান আট করে। তখন নেট রান রেটের বিবেচনায় নির্ধারিত হবে সেমিফাইনালের দুই দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে মরগান বলেন, 'আমরা জেতার জন্যই খেলতে নামব। আগেও আমরা এমন সময় পার করেছি। আমরা জানি যে, বিভিন্ন পরিস্থিতিতে খেলে একটা বিশ্বকাপ জেতা কতটা কঠিন।'

ইংলিশ অধিনায়ক আরও বলেন, 'পুরো বিশ্বকাপ জুড়েই আমরা দেখেছি, দলগুলো কতটা প্রতিযোগিতা করছে। আমরা জানি, এখানে টিকে থাকা এবং দলের প্রয়োজনে ম্যাচ জেতা কতটা কঠিন কাজ।'

এ টুর্নামেন্টে গ্রুপ-১ এ এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ইংল্যান্ড। তবে সেদিকে নজর দিতে রাজি নন ইংলিশ ক্রিকেটাররা। তারা নিজেদের খেলায় আরও উন্নতি করতে চায়।

এ প্রসঙ্গে মরগান বলেন, 'আগে কী হয়েছে বা কে কী করেছে সেটা ভেবে কেউই সময় নষ্ট করতে চায় না। দলের সবার নজর সামনের দিকে এবং তারা উন্নতি করতে চায়।'