অ্যাশেজ সিরিজ

স্টোকসই পার্থক্য গড়ে দেবেন, বিশ্বাস অ্যান্ডারসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:34 শনিবার, 06 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনির্দিষ্টকালের বিরতি ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন বেন স্টোকস। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন ইংল্যান্ড দলে ভারসাম্য এনে দেবে বলে বিশ্বাস জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডকে একাই ম্যাচ জেতাতে পারেন স্টোকস, সেকথাও মনে করিয়ে দিলেন এই ইংলিশ পেসার।

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে থাকায় আইপিএলের দ্বিতীয় পর্বে খেলেননি স্টোকস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না তিনি।

তবে ইতোমধ্যে মানসিক ধকল কাটিয়ে ওঠার পাশাপাশি আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন এই ইংলিশ অলরাউন্ডার। ফিরছেন মর্যাদার লড়াই অ্যাশেজেই। তাঁকে দলে পেয়ে উচ্ছ্বসিত অ্যান্ডারসন।

এই অভিজ্ঞ পেসার বলেন, 'সে (স্টোকস) একটা সম্পূর্ণ প্যাকেজ। আমাদের শক্তি সে দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। সে যদি একাদশে না থাকে তাহলে ভারসাম্য খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। আপনি যদি তখন অতিরিক্ত পেসার নিয়ে খেলেন, তাহলে ব্যাটিং শক্তি কমে যায়। একজন জেনুইন অলরাউন্ডার ছাড়া দলে ব্যালেন্স খুঁজে পাওয়া আসরেই কঠিন।'

২০১৯ সালে হেডিংলি টেস্টে অজিদের বিপক্ষে স্টোকসের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৩৫* রানের ঐতিহাসিক ইনিংস খেলে দলকে একাই জিতিয়েছিলেন স্টোকস।

এই ইনিংস মনে করিয়ে দিয়ে অ্যান্ডারসন আরও বলেন, 'সে একজন ম্যাচ জেতানো ক্রিকেটার। মানুষ এমনটা দেখতে ভালোবাসে। সে একাই ম্যাচ জেতাতে পারে। ২০১৯ সালেই আমরা এমন দেখেছি। সে দলের সিনিয়র ক্রিকেটার। আমাদের দলে তাঁর মতামত খুবই গুরুত্বপূর্ণ।'

অ্যাশেজ খেলার জন্য ইতোমধ্যেই কুইন্সল্যান্ডে পৌঁছেছে ইংল্যান্ড দলের টেস্ট ক্রিকেটাররা। অ্যান্ডারসনের সঙ্গে সেখানে পৌঁছেছেন স্টোকস, অধিনায়ক জো রুটরা।