promotional_ad

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এবারের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন বাঁহাতি ওপেনার জেরেমি সলোজানো।


পাকিস্তান সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি কাইরন পাওয়েল। এই কারণে এবারের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ইনিংসের সূচনা করবেন সলোজানো।


promotional_ad

২৬ বছর বয়সী সলোজানো ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। তিনটি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরির সাহায্যে দুই হাজারের মতো রান করেছেন তিনি।


২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেন সলোজানো। সম্প্রতি ত্রিনিদাদের এই ওপেনার 'বেস্ট বনাম বেস্টের' খেলায় (অ্যান্টিগার ঘরোয়া ম্যাচ) ২১৬ বলে ৭৪ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলেন।


সলোজানোর ব্যাপারে নির্বাচক রজার হার্পার বলেন, '২০১৯ সালের ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে খেলেন জেরেমি। ভারতের বিপক্ষে ম্যাচগুলো দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। এছাড়া বেস্ট বনাম বেস্টের খেলায়ও সে দারুণ স্কিল ও ধৈর্য দেখিয়েছে। পেস এবং স্পিন দুই ধরনের বলের বিপক্ষেই সে সফল ছিল।'


২১ নভেম্বর থেকে গল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২৯ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, জসুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, কাইল মেয়ার্স, ভিরাসামি পারমাল, কেমার রোচ, জেইডেন সিলস, জেরেমি সলোজানো ও জোমেল ওয়ারিক্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball