টি-টোয়েন্টি বিশ্বকাপ

৬.৩ ওভারে জিতল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:19 শুক্রবার, 05 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ভারতের। জয়ের সঙ্গে লেপ্টে ছিল রান রেটের সমীকরণ। মাত্র ৮৬ রান তাড়া করার দিনে লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে মাত্র ৬.৩ ওভারে জয় তুলে নিয়েছে ভারত। স্কটিশদের ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো বিরাট কোহলির দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে মাত্র ৮৫ রানে অল আউট হয়েছিল স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছিলেন ওপেনার জর্জ মানজি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রাহুলের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় ভারত।

প্রথম দুই ম্যাচে হারায় রান রেটে বেশ খানিকটা পিছিয়ে ছিল কোহলিরা। এদিন স্কটল্যান্ডকে অল্প রানে আটকে দেয়ায় সুযোগ ছিল দুই পয়েন্টের সঙ্গে রান রেটটাও বাড়িয়ে নেয়ার। সেটা অবশ্য লুফে নিতে ভুল করেননি ভারতের দুই ওপেনার রোহিত ও রাহুল।

জয়ের জন্য ৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্বক শুরু করেন ভারতের দুই ওপেনার। হিটম্যান খ্যাত রোহিত শুরুর দিকে খানিকটা ধীরগতিতে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তাতে সাজঘরে ফেরার আগে খেলেছেন ১৬ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস।

ইনিংসের শুরু থেকেই স্কটিশদের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করেছেন রাহুল। তাতে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরির দেখা পান ডানহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় যা চতুর্থ। যদিও হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পরের বলেই আউট হয়েছেন তিনি। তবে ততক্ষণে ভারতকে জয়ের ভিত গড়ে দেন রাহুল। 

শেষ দিকে কোহলি ও সূর্যকুমার যাদব মিলে ভারতের ৮ উইকেটের জয় নিশ্চিতে করেন। ২ বলে ৬ রান করে সূর্যকুমার ও ২ বলে ২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক কোহলি। স্কটল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্র্যাডলি হুইল এবং মার্ক ওয়াট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। তারা দুজনেই শিকার করেছেন তিনটি করে উইকেট। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। স্কটিশদের হয়ে মানজি ২৪, মাইকেল লিস্ক ২১ এবং কলাম ম্যাকলয়েড ১৬ রান করেছেন।