টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:04 শুক্রবার, 05 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। তাতে বিশ্বকাপের মাঝ পথেই ছিটকে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। দ্রুত সেরে উঠতে না পারায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন সাকিবকে ফিট হতে প্রায় ২-৩ সপ্তাহ সময় লাগবে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সাকিব। বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে ফিল্ডিং করতে গিয়ে পায়ে টান খেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। যদিও একটু পরই ফিল্ডিং করতে দেখা যায় তাঁকে। তবে বোলিং করার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে।

নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিং করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেন করতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর তাঁকে তিনদিনের পর্যবেক্ষণে রেখেছিল বিসিবির মেডিকেল দল। শেষ পর্যন্ত ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। যে কারণে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। দল ভালো না করলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬ ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেছেন তিনি। বল হাতে সাকিব ছিলেন আরও দুর্দান্ত। ৬ ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ১১ উইকেট। এবারের আসরে জয় পাওয়া দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

চলতি মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯, ২০ এবং ২২ নভেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট।