টি- টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:02 শুক্রবার, 05 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টপ অর্ডারের অসাধারণ ব্যাটিং প্রদর্শনী ও বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। একটি ম্যাচ বাকি থাকলেও লঙ্কানদের জয়ে সেমিফাইনালের রাস্তা থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগেই অবশ্য বিদায় নিশ্চিত ছিল লঙ্কানদের।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৮৯ রান করে শ্রীলঙ্কা। শুরু থেকেই স্কোরবোর্ডে দ্রুত রান তোলায় ব্যস্ত ছিলেন লঙ্কান ওপেনাররা।

দলীয় ৪২ রানে ওপেনার কুশল পেরেরা ২১ বলে ২৯ রান করে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা। দুজনে মিলে গড়েন ৯১ রানের জুটি।

এই জুটি ভাঙেন ডোয়াইন ব্রাভো। নিশাঙ্কার ব্যাটে আসে ৪১ বলে ৫১ রান। এরপর আসালঙ্কার সঙ্গে যোগ দেন অধিনায়ক দাসুন শানাকা। ৪১ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৮ রান করে ফিরে যান আসালঙ্কা।

শানাকা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫ বলে ২৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রান খরচায় দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

লঙ্কান বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অফফর্ম অব্যাহত থাকে ক্রিস গেইল, কাইরন পোলার্ডদের।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। তিনে নামা নিকোলাস পুরান শুরুর দিকে ৩৪ বলে ৪৬ রান করেন। শেষদিকে ৫৪ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৮১* রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।

এই দুজনের কারণেই সাময়িক সময়ে ম্যাচে ছিল ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন বিনুরা ফারনান্দো চামিকা করুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে থেমেছে ৮ উইকেটে ১৬৯ রান করে।