টি-টোয়েন্টি বিশ্বকাপ

এখনই অবসর নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:31 বৃহস্পতিবার, 04 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে এই বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত কয়েক আসরের মতো এবারও মূল পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

এমন পারফরম্যান্সের পর ২০ ওভারের ফরম্যাট থেকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা কল্পনা ছিল। যদিও অজিদের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন, এমন কিছু ভাবনায় নেই তার।

মাহমুদউল্লাহ বলেন, 'না, এই মুহূর্তে আমি এমন কিছু চিন্তা করছি না।'

অধিনায়কত্ব নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। যদিও দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। জানিয়েছেন, তার অধিনায়কত্বে ঘাটতি ছিল।

মাহমুদউল্লাহ বলেন, ‘অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার। পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। পারফরম্যান্স আদায় করতে পারিনি। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসলে বোর্ড দেবে। এটা আমার হাতে নেই।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ মূল পর্বে কোনো ম্যাচ জিতেনি। যদিও বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে ১ রানে হেরেছিল টাইগাররা। এবারের আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ম্যাচে লড়াই করে শেষদিকে খেই হারিয়েছে বাংলাদেশ।

যদিও এমন পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই মাহমুদউল্লাহর কাছে। তিনি বলেন, 'কিছু প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না সম্ভবত। এই মুহূর্তে এগুলো বলা কঠিন। আমি বিশ্বাস করি যে আমাদের দলটা যে অবস্থায় ছিল আপনি যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি একটা ধারাবাহিকতা পেয়েছি, দ্বিতীয় ম্যাচ জিতেছি একটা ধারাবাহিকতা পেয়েছি। আমার মনে হয় আমাদের দলের ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ।'

মাহমুদউল্লাহ মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জিতলে টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সটা অন্যরকম হতো। সেই ম্যাচে জিততে পারলে আত্মবিশ্বাসের সঙ্গে ধারাবাহিকতাও পেতেন বলে বিশ্বাস তার। এখন আর এসব নিয়ে কোনো কথা বলে লাভ নেই বলেও জানিয়েছেন তিনি।

মাহমুদউল্লাহর ভাষ্য, 'বিশেষ করে যখন টুর্নামেন্ট শুরু করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো। যখন আমরা সিরিজ শুরু করি। আমাদের ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এটায় আমাদের ব্যাঘাত হয়েছিল। এ কারণে আমরা স্ট্রাগল করেছি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারতাম আমরা সেই ধারাবাহিকতায় আসতাম। আত্মবিশ্বাস বাড়তো। এটা এখন বলেও লাভ নেই আমরা বাজে পারফরম্যান্স করেছি।'