বাছাই পর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে নিগার সুলতানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 বৃহস্পতিবার, 04 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রুমানা আহমেদের পরিবর্তে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। 

১৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, রিতু মনি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সোবহানা মোস্তারি। তবে দল থেকে জায়গা হারিয়েছেন আয়েশা রহমান, পান্না ঘোষ, একা মল্লিক এবং শারমিন সুলতানা। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন শামিমা সুলতানা ও সুরাইয়া আজমীম।

আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এ পর্বে অংশ নিচ্ছে মোট দশটি দল। দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দল করে মূল পর্বে খেলার সুযোগ পাবে। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এখনো মূল পর্বে খেলা হয়নি বাংলাদেশের।

প্রথমবার মূল পর্বে খেলতে বাংলাদেশকে লড়তে হবে পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বাছাইপর্বে প্রত্যেক গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশ নেবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স রাউন্ড৷ এখান থেকে শীর্ষ তিন দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।

আগামী ২১ নভেম্বর নারীদের বিশ্বকাপ বাছাইপর্বের পর্দা উঠবে বাংলাদেশের-পাকিস্তান ম্যাচ দিয়ে। জিম্বাবুয়ের হারারেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্ব শেষে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের মূলপর্ব। যেখানে অংশ নিবে মোট ৮ দল৷

স্বাগতিক নিউজিল্যান্ডসহ মুলপর্বে সরাসরি খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে বাছাই পর্ব থেকে যোগ দিবে বাকি তিন দল। বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে নামার আগে প্রস্তুতিস্বরূপ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজাতুুল কোবরা, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: শামিমা সুলতানা ও সুরাইয়া আজমীম।