টি- টোয়েন্টি বিশ্বকাপ

অশ্বিন ফেরায় আমরা বাড়তি সুবিধা পেয়েছি: রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:49 বৃহস্পতিবার, 04 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দীর্ঘ দিন পর এই সংস্করণের ক্রিকেটে জাতীয় দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফেরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আরও একবার প্রশংসা কুড়িয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। তিনি যেকোনো পরিস্থিতিতে উইকেট শিকার করার ক্ষমতা রাখেন এমনটাই বিশ্বাস রোহিত শর্মার।

প্রায় চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে ১৪ রানের খরচায় তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। যেখানে তাঁর ৩.৫০ ইকোনোমি ছিল চোখে পড়ার মতো। এমন পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত।

রোহিত বলেন, ‘সে সবসময় উইকেটের জন্য বল করে। যেকোনো সময় তার হাতে বল তুলে দিলে, সে আপনাকে উইকেট এনে দেবে। শুধুই ব্যাটসম্যানের রান আটকে রাখতে সে বোলিং করে না।’

তিনি আরও বলেন, ‘সে সবসময় উইকেটের জন্য বোলিং করে। মাঝের ওভারগুলোতে সে আপনাকে উইকেট এনে দিবে। তার মতো একজন বোলার একাদশে খেললে, তা দলকে বাড়তি সুবিধা দেয়।’

লম্বা সময় ধরে ভারতকে সার্ভিস দিয়ে যাচ্ছেন অশ্বিন। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত হলেও মাঝে বেশ কিছু দিন খেলেননি সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে। তাই বিশ্বকাপের বড় মঞ্চে প্রত্যাবর্তন করাটা সহজ ছিল না এই অফ স্পিনারের জন্য।

রোহিত বলেন, ‘সে একজন বিশ্বমানের বোলার, এতে কোনো সন্দেহ নেই। ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অনেক দিন ধরে খেলছে এবং প্রচুর সংখ্যক উইকেট পেয়েছে। সে তিন-চার বছর পর দলের হয়ে খেলেছে (টি-টোয়েন্টি) এবং সে জানতো এটা তার জন্য চ্যালেঞ্জ।’