টি- টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে চোখ রাখছেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:35 বৃহস্পতিবার, 04 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চোখ রেখেছেন রশিদ খান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় মোহাম্মদ নবি-রশিদদের আফগানিস্তান।

গ্রুপ-২ থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে এই যাত্রায় এগিয়ে আছে আফগানিস্তান। চার ম্যাচে দুটিতে জিতেছে তারা।

এরপরেই আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তিনটি ম্যাচে দুটি জয় পেয়েছে তারা। আফগান ও কিউইদের পয়েন্ট এই মুহূর্তে চার। গ্রুপটিতে চার নম্বরে থাকা ভারতের পয়েন্ট ২।

নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলে আফগানিস্তানের পয়েন্ট হবে ছয়। আফগানদের বিপক্ষে নামার আগে অবশ্য তুলনামূলক দুর্বল দল নামিবিয়ার বিপক্ষে খেলবে কিউইরা। সেই ম্যাচে জিতবে নিউজিল্যান্ড, এমনটা অনুমান করেই রেখেছে গ্রুপ-২ এর দলগুলো।

সেমিফাইনালে খেলা প্রসঙ্গে রশিদ খান বলেন, 'আমরা যদি জিততে পারি, আমাদের ভালো রান রেট আছে.. সুতরাং আমরা সেমিফাইনালেও যেতে পারি। তাই মাঠে নামব, নিজেদের স্কিল উপভোগ করব এবং ক্রিকেট উপভোগ করব। যতক্ষণ আপনি উপভোগ করবেন ততক্ষন আপনার পারফর্ম করার সম্ভাবনা বেশি।'

তিনি আরও বলেন, 'এটা পুরোই বিশ্বাসের ব্যাপার। যদি একবার বিশ্বাস চলে আসে, আমরা যে কাউকে হারিয়ে দিতে পারব। আমরা যখন আরও বেশি খেলার সুযোগ পাবো, তখন আমাদের আরও বিশ্বাস তৈরি হবে।'

আসরের ভারতের বাকি দুই ম্যাচ। প্রতিপক্ষ দুই দুর্বল দল স্কটল্যান্ড ও নামিবিয়া। সেখানেও গ্রুপ-২ এর দলগুলো জয়ী ধরে রাখছেন ভারতকেই। সবমিলিয়ে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচই মিলিয়ে দেবে অনেকগুলো সমীকরণ। এছাড়াও একাধিক দলের ছয় পয়েন্ট হলে রান রেটে নির্ভর করবে কোনো দলের সেমিফাইনাল ভাগ্য।