টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবশেষে জয় পেল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:51 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হওয়ার দ্বারপ্রান্তে। চারিদিক থেকে যখন সমালোচনার তীর ধেয়ে আসছিল তখন নিজেদের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এলো বিরাট কোহলির দল। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় তুলে নিল ভারত। তাতে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রইল কোহলি-রোহিত শর্মাদের।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোহিত-লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি ও শেষ দিকে পান্ত-হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ২১০ রানের বড় সংগ্রহ পায় ভারত। জয়ের জন্য ২১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে আফগানিস্তান। তাতে ৬৬ রানে হারতে হয় মোহাম্মদ নবির দলকে।

জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে মোহাম্মদ শামির গুড লেন্থ বলে স্কয়ার লেগে ফ্লিক করতে গিয়ে ঠিকঠাকভাবে ব্যাটে বলে করতে পারেননি মোহাম্মদ শাহজাদ। তাতে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ৪ বলে কোনো রান না করা ডানহাতি এই ব্যাটারকে। 

পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইকে ফেরান জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের মিডল স্টাম্পের বল স্লগ সুইপ করতে গিয়ে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দেন ১৩ রান করা জাজাই। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ। 

রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের বল বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে ওয়াইড লং অনে থাকা পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন তিনি। এদিন দুই ছক্কা ও এক চারে ১০ বলে ১৯ রান করেছেন গুরবাজ। ডানহাতি এই ব্যাটার ফেরার একটু পরই আউট হয়েছেন নাজিবুল্লাহ জাদরান। প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া অশ্বিনকে উইকেট দিয়েছেন তিনি। 

শেষ দিকে অবশ্য দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন নবি ও করিম জানাত। তারা দুজনে মিলে ৫৭ রান ‍যোগ করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩৫ রান করে নবি ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। এদিকে শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত ছিলেন করিম। ভারতের হয়ে শামি তিনটি ও অশ্বিন দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২১০ রানের বড় পুঁজি পেয়েছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন রোহিত। এ ছাড়া রাহুল ৬৯, ১৩ বলে পান্ত অপরাজিত ২৭ এবং দুট ছক্কা ও চারটি চারে ১৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন হার্দিক। আফগানদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন গুলবাদিন নায়েব ও করিম।