টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্রেট ক্রিকেটার হওয়ার উপায় বাতলে দিলেন হেরাথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:10 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। এরপর প্রায় তিন যুগের পথচলায় বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে অনেক দূর। বর্তমানে ওয়ানডেতে বিশ্বের অন্যতম সেরা দলের একটি বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ বছর পার করে এক সাকিব আল হাসান ছাড়া বলার মতো কোনো বিশ্ব তারকার জন্ম দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট। এর সমাধান খুঁজতে গিয়ে মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশের এই স্পিন বোলিং পরামর্শক জানিয়েছেন, ক্রিকেটাররা গ্রেট হতে চায় নাকি শুধু ভালো সেটা আগে নিজেদের উপলব্ধি করতে হবে। 

এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘ভালো থেকে আরও ভালো হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে ক্রিকেটারদের। নিজেকেই এটা ভাবতে হবে, স্রেফ ভালো ক্রিকেটার হতে চাই, নাকি গ্রেট ক্রিকেটার। সেক্ষেত্রে আরও বেশি পেশাদার হওয়া জরুরি। কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। সেটি করতে পারলে আমি নিশ্চিত, নিজের যেমন উন্নতি হবে, দলও ভালো করবে।’

বাংলাদেশের স্পিন বোলিং ক্রিকেটারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, নিজেরপারফরম্যান্সে উন্নতির করতে কঠোর অনুশীলন আর পরিশ্রমের বিকল্প নেই। নিজেদের দায়িত্ব বুঝতে পারলে ক্রিকেটারদের এবং দলের উন্নতি হবে বলে মনে করেন তিনি।

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার বলেন, ‘প্রথম ব্যাপার হলো, দেশের হয়ে খেলার সময় দেশকে প্রতিনিধিত্ব করার সেই গর্ব ও দায়িত্ববোধ থাকতে হবে। তারপর সবারই উপলব্ধি করতে হবে, কার দায়িত্ব কোনটি এবং কার ভূমিকা কেমন।’

তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে শ্রীলঙ্কার হয়েই খেলুক বা বাংলাদেশের হয়ে, নিজের শক্তির জায়গাটা ও দায়িত্বটা জানা জরুরি। দায়িত্বটা বুঝতে পারলে, প্রতিটি দিন সেখানে উন্নতির চেষ্টা করতে হবে।’