টি-টোয়েন্টি বিশ্বকাপ

গাপটিলের আক্ষেপের দিনে জিতল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:46 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেও ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ১৭২ রানের পুঁজি এনে দিয়েছিলেন মার্টিন গাপটিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করলেও জয় পাওয়া হয়নি স্কটল্যান্ডের। তাতে স্কটিশদের ১৬ রানে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল কিউইরা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্বক শুরু করে স্কটল্যান্ড। তবে সেটি বেশি সময় ধরে রাখতে পারেনি কাইল কোয়েটজারের দল। দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। 

ট্রেন্ট বোল্টের বলে তুলে মারতে গিয়ে সাজঘরে ফেরেন ১১ বলে ১৭ রান করা কোয়েটজার। পাওয়ার প্লের বাকি ওভারগুলো অবশ্য দারুণভাবে সামলেছেন জর্জ মানজি ও ম্যাথু ক্রস। যেখানে ৬ ওভারে মাত্র ১ টি উইকেট হারিয়ে ৪৮ রান তোলে স্কটল্যান্ড। এর মাঝে অ্যাডাম মিলনের এক ওভারে পাঁচটি চার মারেন ক্রস। 

ইশ সোধির বলে তুলে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হয়েছেন ২২ রান করা মানজি। খানিকটা দৌড়ে গিয়ে অবশ্য দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন টিম সাউদি। দারুণ ব্যাটিং করা ক্রস আউট হয়েছেন ২৭ রান করে। শেষ দিকে দারুণ ব্যাটিং করেন মাইকেল লিস্ক। 

সমান তিনটি করে ছক্কা ও চারে মাত্র ২০ বলে খেলেছেন ৪৩ রানের দারুণ এক ইনিংস। তবে স্কটল্যান্ডের জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল। শেষ ওভারে ২৬ রানের প্রয়োজন হলেও ৯ রানের বেশি তুলতে পারেনি স্কটিশ ব্যাটাররা। তাতে ১৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বোল্ট ও সোধি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন গাপটিল। বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এই ওপেনার। 

শেষ দিকে গাপটিলকে দারুণভাবে সঙ্গ দেয়া গ্লেন ফিলিপস ৩৭ বলে ৩১ রান করেছেন। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্র্যাডলি হুইল এবং সাফয়ান শারিফ। একটি উইকেট নিয়েছেন ৪ ওভারে মাত্র ১৩ রান দেয়া মার্ক ওয়াট।