Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

এটা বাংলাদেশের কন্ডিশন নয়, মনে করালেন অ্যাগার


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটে রান তুলতে বেগ পেতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সাকিব আল হাসান-নাসুম আহমেদদের সেভাবে সামলাতে না পারায় ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ম্যাথু ওয়েডের দলকে। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে একই ঘটনা ঘটবে না বলে মনে করেন অ্যাস্টন অ্যাগার। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাঁহাতি এই স্পিনার জানালেন, এটা বাংলাদেশের চেয়ে ভিন্ন কন্ডিশন। 

পুরো সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ খুইয়েছিল ওয়েডের দল। ৪-১ ব্যবধানে হারা সিরিজে অস্ট্রেলিয়াকে একমাত্র জয়টি এনে দিয়েছিল মিচেল সোয়েপসনের দুর্দান্ত বোলিং। সেবার দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা।

যেখানে ৮ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে ছিলেন নাসুম। বাংলাদেশের আরেক স্পিনার সাকিব নিয়েছিলেন ৭ উইকেট। এ ছাড়া মন্থর উইকেট পেয়ে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমানও। তবে সংযুক্ত আরব আমিরাতের উইকেট এতটা স্পিনবান্ধব হবে না বলে মনে করেন অ্যাগার। 

বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে অ্যাগার বলেন, ‘ওই কন্ডিশন এখানে নেই বলে মনে হচ্ছে। পাল্টে গেছে। বাংলাদেশে যেমনটা দেখেছি, আমার সন্দেহ আছে ততটা স্পিনবান্ধব উইকেট এটা কি না।’

স্পিনবান্ধব উইকেটে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ ঘরের মাঠে ভালো খেলেছে সেটা দেখে আশ্চর্য হওয়ার কিছু দেখছেন না অ্যাগার। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠালেও বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে অজিরা। বাংলাদেশের বিপক্ষে তারা জেতার জন্যই খেলবে এবং দারুণ একটি ম্যাচ হবে বলেন মনে করেন বাঁহাতি এই স্পিনার।

অ্যাগার বলেন, ‘একেবারে আলাদা কন্ডিশন। বাংলাদেশের মতো ওই কন্ডিশনে আমাদের অনেকে সম্ভবত প্রথমবার খেলেছিল। আমরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, সত্যি কথা বলতে ওই কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ খেলেছিল। তারা ঘরের মাঠে ভালো খেলেছে এটা আমাদের কাছে আশ্চর্যের কিছু নয়, কিন্তু এখন ভিন্ন ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল এখন আলাদা এবং উইকেট বাংলাদেশের মতো আচরণ করছে না। আমরা দেখব কী হয়। আমাদের জিততে হবে এবং জেতার জন্যই ছেলেরা খেলবে। এটা হবে দারুণ ম্যাচ।’

সর্বশেষ

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

সিরাজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার: লক্ষ্মণ

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার রুপি অনুদান দিলেন কোহলিরা

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিসিবি একাডেমী কাপ শুরু হচ্ছে ১০ ডিসেম্বর

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বাংলাদেশের দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

তিন সংস্করণেই জয়ের একমাত্র হাফ সেঞ্চুরি কোহলির

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিপিএলে অংশ নিতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

কেবল অশ্বিনই ভাঙতে পারেন মুরালিধরনের রেকর্ড!

আর্কাইভ

বিজ্ঞাপন