বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট চান হেরাথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:17 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাটিতে স্পিন উইকেটে খেলে থাকে বাংলাদেশ। স্লো উইকেটে খেলেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে ধরাশায়ী করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করেন রঙ্গনা হেরাথ।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। দুটি সিরিজেই ভেলকি দেখান দুই দলের স্পিনাররা। ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেট নিয়েছিলেন নাসুম। সাকিবের উইকেট সংখ্যা ছিল সাতটি। এই সিরিজে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হয় মাত্র ১৩১ রান (বাংলাদেশ)। সিরিজটিতে শেষ টি-টোয়েন্টিতে দলীয় সর্বনিম্ন ৬২ রান করে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড সিরিজেও এমন চিত্র খুব একটা বদলায়নি। পাঁচ ম্যাচের সিরিজে দলীয় সর্বোচ্চ ১৬১ রান করে কিউইরা। দলীয় সর্বনিম্ন ৬০ রানও করে তারা। সিরিজে আট উইকেট নিয়ে সিরিজ সেরা হন নাসুম। চার উইকেট নেন সাকিব।

ঘরের মাঠে স্পিন উইকেটে পরপর দুটো সিরিজে অসাধারণ দাপটের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফ্রিকার কাছে বাজেভাবে হারে তারা।

আসন্ন পাকিস্তান সিরিজে উইকেট বদলাবে কিনা সেই ব্যাপারে জানার আগ্রহের কমতি নেই কারোরই। কেননা স্লো উইকেটে প্রস্তুতি নিয়ে বিশ্ব আসরে একেবারেই ব্যর্থ বাংলাদেশ। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশের স্পিন কোচ হেরাথের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান সিরিজে তিনি কেমন উইকেটের প্রত্যাশা করেন।

জবাবে হেরাথ বলেন, 'এটা নির্ভর করে আমরা কোথায় খেলি সেটার ওপর। আমরা আশা করি, সেখানে ভালো কোনো উইকেটে খেলব। যাতে দুই দল সমতায় থাকে। সেক্ষেত্রে ব্যাটার এবং বোলারদের সমান সুযোগই যেন থাকে। তাই ঘরের মাটিতে আমরা ভালো উইকেটই প্রত্যাশা করি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটো টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। ১৯,২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর থেকে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের পাকিস্তান।