ক্ষুদে লেগস্পিনার সাদিদ

ক্ষুদে লেগস্পিনার সাদিদকে চোখে চোখে রাখছে বিকেএসপি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ছয় বছর বয়সী বালক আছাদুজ্জামান সাদিদের লেগস্পিনে মুগ্ধ হয়েছিলেন শচিন টেন্ডুলকার এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। এবার সেই ক্ষুদে লেগস্পিনারকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্যা তামিম ইকবাল শো'তে সাদিদকে নিয়ে আলোচনা করেন তামিম ইকবাল এবং দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদীন ফাহিম।

সেখানে সাদিদের বিরল প্রতিভার প্রশংসা করেন তামিম ও ফাহিম। সাদিদের এই সহজাত প্রতিভা যেন হারিয়ে না যায় সেদিকেও নজর রাখার ব্যাপার জোর দেন তামিম।

তামিম বলেন, 'শচিন যে ছেলের ভিডিও শেয়ার করেছে বিসিবির উচিত তাকে যত্ন করে রাখা। তার বয়স কম। আপনি এনে তাকে ক্যাম্পে রাখতে পারবেন না। কিন্তু দেখতে হবে, তার যত্নটা ঠিকভাবে হচ্ছে কিনা।'

সাদিদের ব্যাপারে তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে চেয়ে থাকলেও ইতোমধ্যেই তার দায়িত্ব নিয়েছে বিকেএসপি। যদিও বয়স কম হওয়ায় সাদিদকে নিজেদের ক্যাম্পে রাখছে না তারা।

এই ব্যাপারে ফাহিম বলেন, 'তামিম যে ছেলেটার কথা বলল ওর সাথে আমার কথা হয়েছে। ওর বয়স মাত্র ছয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুই-তিন মাস পরপরই ওকে এক সপ্তাহের জন্য বিকেএসপিতে নিয়ে আসা হবে, ওর বাবা সহ। একসাথে থাকবে, এখানে খেলবে। আমরা দেখব, এরপর চলে যাবে।'

যদিও ভুল কোচিংয়ের কারণে বা ভুল প্রক্রিয়ায় থাকার কারণে সাদিদের অ্যাকশনে পরিবর্তন চলে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেন তামিম। অবশ্য তামিম মনে করেন, সঠিক যত্ন পেলে ৫-১০ বছরে ম্যাচ জেতাবেন তামিম।

তামিম বলেন, 'ওর অ্যাকশন দেখে আমি যা বুঝলাম, প্রথমেই ওরা বদলে দেবে ওর অ্যাকশন। আমার অভিজ্ঞতা যতটুকু বলেন, ওকে বলা হবে তুমি দৌড়ে আসো, এভাবে বল করো! এতে করে ওর প্রতিভা নষ্ট হয়ে যাবে। অথচ ওর বোলিংয়ের মূল সৌন্দর্যই হচ্ছে ওর অ্যাকশন। এটা সহজাত প্রতিভা। এখন থেকে ওকে যদি যত্নে রাখা হয়্, তাহলে সে হয়তো ৫-১০ বছর পর ম্যাচ উইনার হবে।'

এই শঙ্কায় একমত পোষণ করেন ফাহিমও। বাংলাদেশের অনেক লেগস্পিনারই যত্নের অভাবে হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন বর্ষীয়ান এই কোচ। বাংলাদেশে এখনো লেগস্পিনার না হওয়ায় হতাশ তিনি।

ফাহিম বলেন, 'বিকেএসপিতে আমি সিলেকশানে ছিলাম। সেখানে ১৫ বছরের ১২-১৩ জন লেগস্পিনার আমি দেখেছি। যারা তাদের বয়স অনুযায়ী যথেষ্ট ভালো। এরা কেন বড় হয়ে ভালো লেগস্পিনার হয় না, আমার জানা নেই। আমি যেটা মনে করি, অনেকের হাতে পড়ে এদের অ্যাকশনে অনেক পরিবর্তন চলে আসে। সহজাত প্রতিভাকে আমরা অনেকেই নষ্ট করে দিয়েছি। তারা যেভাবে হলে ভালো হতো, সেভাবে আমরা হতে দেইনি। এতো মানুষের মধ্যে ২-৪ জন লেগস্পিনার হবে না, এটা হয় না।'