টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:00 বুধবার, 03 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরি এবং মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। মাঝের দিকে নামিবিয়া খানিকটা ভয় ধরালেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি ডেভিড ভিসে এবং ক্রেইগ উইলিয়ামস। তাতে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।

আবুধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৪ রান করা মাইকেল ভ্যান লিনগেন। দ্বিতীয় উইকেটে জুটিতে অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন স্টিফেন বার্ড ও উইলিয়ামস। 

শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন তারা দুজন। তবে ইনিংসের নবম ওভারে রান আউট হয়ে ফিরতে হয় ২৯ বলে ২৯ রান করা বার্ডকে। এদিন অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক জেরার্ড এরাসমুস। স্পিনার ইমাদ ওয়াসিমের বলে শাদাব খানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ১৫ রান করা এই ব্যাটার। 

দারুণ ব্যাটিং করতে থাকা উইলিয়ামসও ফেরেন দলীয় ১০০ রানের আগে। দলের প্রয়োজনে খেলেছেন ৩৭ বলে ৪০ রানের ইনিংস। শেষ দিকে ভিসে ৩১ বলে ৪৩ রান করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতে ৪৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় নামিবিয়াকে। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন আজম ও রিজওয়ান। দ্রুতগতি রান তুলতে না পারলেও উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে ১১৩ রান যোগ করেন। ৪০ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলে বাবর সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। 

শুরুর দিকে রান তুলতে বেগ পাওয়া রিজওয়ান শেষের দ্রুতগতিতে রান তুলে হাফ সেঞ্চুরির দেখা পান। এই উইকেটরক্ষক ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেয়া হাফিজ করেছেন ১৬ বলে অপরাজিত ৩২ রান। ১৮৯ রানের বড় পুঁজি পাওয়ার দিনে ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রিজওয়ান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান - ১৮৯//২ (ওভার ২০) (রিজওয়ান ৭৯*, বাবর ৭০, হাফিজ ৩২*; ভিসে ১/৩০)

নামিবিয়া - ১৪৪/৫ (ওভার ২০) (ভিসে ৪৩*, উইলিয়ামস ৪০, বার্ড ২৯; ইমাদ ১/১৩, হাসান ১/২২)