টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমরা ১১০ ভাগ দিয়ে চেষ্টা করছি: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:35 মঙ্গলবার, 02 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দল হিসেবে একেবারে ব্যর্থ বাংলাদেশ। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে সেটাও নিশ্চিত হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে হারের দিনে তাসকিন আহমেদ জানালেন ক্রিকেটাররা ১১০ ভাগ দিয়ে চেষ্টা করলেও সাফল্য আসছে না। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ওমানের বিমান ধরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে দাপট দেখালেও বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে ছন্দ ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। দুই প্রস্তুতি ম্যাচে হারার পর প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হোঁচট খায় বাংলাদেশ। 

এরপর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার টুয়েলভে আসলেও চার ম্যাচ খেলে চারটিতে হেরেছে মাহমুদউল্লাহর দল। পুরো আসর জুড়ে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটারদের ব্যর্থতা। যেখানে সবচেয়ে বড় ব্যর্থতা পাওয়ার প্লেতে। 

বেশিরভাগ ম্যাচেই জুটি গড়তে পারেননি দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। এ ছাড়া পাওয়ার প্লেতে দুটি কিংবা তিনটি করে উইকেট হারায় বাংলাদেশ। নাইম দুটি হাফ সেঞ্চুরি পেলেও বাকি ম্যাচগুলোতে সুবিধা করতে পারেননি। মিডল অর্ডারের স্তম্ভ হিসেবে বিবেচিত ‍মুশফিকও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

এ ছাড়া মুস্তাফিজুর রহমান আইপিএলের ফর্ম ধরে রাখতে না পারায়ও বাংলাদেশকে ভুগতে হয়েছে। সুপার টুয়েলভে খেলতে নেমে ক্যাচ মিসের মহড়ায় ব্যস্ত ছিল বাংলাদেশের ফিল্ডাররা। যা বাংলাদেশের ম্যাচ হারেরও অন্যতম কারণ। যদিও তাসকিনের দাবি, ক্রিকেটাররা ১১০ ভাগ দিয়ে চেষ্টা করছেন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আসলে দুইটা জেতা ম্যাচ যদি জিততে পারতাম তখন হয়তো অনেক কিছুই মনে হতো না। সহজ দুটি ম্যাচ হারাতে এখন সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। কিছু ম্যাচে ব্যাটিং ক্লিক করেনি। কিন্তু দেখুন যেটা চলে গেছে সেটা তো ফেরত আনতে পারবো না। সামনে একটা ম্যাচ আছে যতটুকু সম্ভব সেরা ক্রিকেট খেলে দেশকে যদি একটাও জয় উপহার দিতে পারি এটাই আমাদের জন্য অনেক।’

ডানহাতি এই পেসার আরও বলেন, ‘সামনের দিনগুলো যেন ভালো যায় সেভাবেই চেষ্টা করছি। অবশ্যই কেউই তো ইচ্ছেকৃতভাবে খারাপ করে না। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। আমি নিশ্চিত যে সবাই সবার জায়গা থেকে ১১০ ভাগ দিচ্ছি। তারপরও হয়নি কিছু কিছু জায়গায়। ভবিষ্যতে যেন সেগুলো কাটিয়ে উঠে শক্তিশালী হয়ে ফিরতে পারি এটাই আশাবাদী।’