টি- টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ার্নার-স্মিথরা ফেরায় বাংলাদেশের স্পিন নিয়ে নির্ভার অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 মঙ্গলবার, 02 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ বাংলাদেশ সফরে স্পিন বিষে কাবু হয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজ জুড়ে সাকিব আল হাসান-নাসুম আহমেদদের খেলতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল অজি ব্যাটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে খেলতে হতে পারে অস্ট্রলিয়াকে। এমন উইকেটে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা ভালো খেলবে, এমনটাই বিশ্বাস ম্যাক ডোনাল্ডের। 

বাংলাদেশ সফরে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিলে অস্ট্রেলিয়া। সিরিজ হারের বড় কারণ হিসেবে অনভিজ্ঞতাকেই দায়ী করছেন ডোনাল্ড।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের মতো অভিজ্ঞরা দলের ফেরায় দল ভারসাম্যপূর্ণ হয়েছে। তাছাড়া স্পিন খুবই ভালো খেলেন তারা। ফলে এমন উইকেটে বাড়তি সুবিধা পাবে এই অভিজ্ঞ ব্যাটাররা।

অস্ট্রেলিয়ার সহকারী কোচ বলেন, 'স্মিথ, ম্যাক্সওয়েল, ফিঞ্চ, ওয়ার্নারের মতো অভিজ্ঞরা দলে ফিরেছে যারা তুলনামূলক স্পিন ভালো খেলে। আমরা মনে করি, বর্তমান দলের যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু আমরা সিরিজের (বাংলাদেশ সফর) মতো স্পিনবান্ধব উইকেটে খেলতে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'এটা বলার অপেক্ষা রাখে না যে, সর্বশেষ সফরে দলে থাকা ক্রিকেটাররা স্পিনের বিপক্ষে ভুগেছে। এই সফর তাদের ক্যারিয়ারের শুরুর দিকের ছিল এবং অনেকেই প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। উপমহাদেশে প্রথম সফরে ব্যর্থ হওয়া অস্বাভাবিক নয়। তাদের ক্ষেত্রেও তাই হয়েছে।'

আগামী ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের সহকারী কোচের ধারণা এখানকার উইকেট বাংলাদেশের উইকেটের মতোই। তবে অভিজ্ঞরা দলে ফেরায় তিনি দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

ডোনাল্ড বলেন, ‘আমরা দারুণ কিছু স্পিন মোকাবেলা করতে যাচ্ছি। যা শেষ ১২ থেকে ১৮ মাস ধরে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল।’