promotional_ad

‘ধোনি ভারতের জন্য যা, মরগান ইংল্যান্ডের জন্য তা’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলার আগে লম্বা সময় ধরে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ইয়ন মরগান। তবে তাঁর অধিনায়কত্ব বরাবরই প্রশংসা কুড়িয়েছে। এদিকে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাকে মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে রেখেছে ভারত। ভারতের সাবেক এই অধিনায়ক দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ফর্মে থাকুক বা না থাকুক ইংল্যান্ড দলের ততোটাই গুরুত্বপূর্ণ মরগান, এমনটাই মনে করছেন দীনেশ কার্তিক।


সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পারফরম্যান্সের বিচারে একেবারে বিবর্ণ ছিলেন মরগান। তবে নিজে খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও ঠিকই নেতা হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন।


promotional_ad

তাছাড়া তাঁর নেতৃত্বেই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল ইংল্যান্ড। সেই আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ইংলিশরা। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখনও পর্যন্ত সফল ইংলিশ অধিনায়ক।


কার্তিক টুইটারে লেখেন, ‘ধোনি ভারতের জন্য যা, মরগান ইংল্যান্ডের জন্য তা। গতকালের ম্যাচে দারুণ অধিনায়কত্ব করেছে মরগান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল ইংল্যান্ড।’


মরগানের নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ইংল্যান্ড। ইতোমধ্যেই এই আসরের সেমিফাইনালের সমীকরণও সহজ করে ফেলেছে ইংলিশরা।


মরগান বর্তমানে ইংল্যান্ডের হয়ে খেললেও তিনি আয়ারল্যান্ডের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ৩৭৩টি। যেখানে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ১৯২ ম্যাচে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball