টি- টোয়েন্টি বিশ্বকাপ

সেঞ্চুরি নয়, বাটলারের সেরা মুহূর্ত শানাকার সেই রানআউট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:41 মঙ্গলবার, 02 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সেমিফাইনালের খুব কাছে নিয়ে গিয়েছেন জস বাটলার। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে এই সেঞ্চুরির চাইতে নিজের করা একটি রানআউটকেই বেশি মনে ধরেছে তাঁর।

সোমবার (১ নভেম্বর) ইংল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। আদিল রশিদ এবং ইংলিশ পেসারদের দাপটে ৭৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা।

এরপর ৫৩ রানের জুটি গড়েন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই দুজনের ব্যাটিংয়ের সময়ও ম্যাচে টিকে ছিল শ্রীলঙ্কা। কিন্তু ১৭ ওভারে ৩৪ রান করা হাসারাঙ্গাকে বিদায় করেন লিয়াম লিভিংস্টোন।

এরপরের ওভারে ২৬ রান করা শানাকাকে দুর্দান্ত থ্রো'তে রান আউট করেন বাটলার। ম্যাচ থেকে চূড়ান্তভাবেই ছিটকে যায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে সেই রানআউট প্রসঙ্গে বাটলার বলেন, 'সেই রানআউট আজকের দিনে আমার সবচাইতে প্রিয়।'

এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাটলার। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করা বাটলারের ১০১* রানের ইনিংসে মোট চার ও ছক্কা ছয়টি করে। ইনফর্ম এই ইংলিশ ওপেনার খেলেন ৬৭ বল।

এই উইকেটরক্ষক ব্যাটার নিজের সেঞ্চুরি প্রসঙ্গে বলেন, 'ক্যারিয়ারের অনেক সামনে গিয়েও আমার এই সেঞ্চুরির কথা মনে থাকবে। এটা দারুণ ছিল। আমি মনে করি, আরও অনেকেই আছে যারা এমন কৃতিত্ব অর্জন করবে। তবে আমি শুধু আজকেই কথাই ভাবছি। এটা দল এবং প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ছিল।'