টি- টোয়েন্টি বিশ্বকাপ

জৈব সুরক্ষা বলয় ভেঙে শাস্তি পেলেন আইসিসির আম্পায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:54 মঙ্গলবার, 02 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জৈব সুরক্ষা বলয় থেকে বের হওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছয় দিনের জন্য সরিয়ে নেয়া হয়েছে ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফকে। আইসিসির জৈব বলয় সুরক্ষা কমিটি তাঁকে এই শাস্তি দিয়েছে।

জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে তিনি কোথায় গিয়েছিলেন সেই ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছে আইসিসির তদন্ত কমিটি। যদিও ইংল্যান্ডের গণমাধ্যম দ্যা মিররের তথ্য মতে, গত শুক্রবার পরিচিত কারো সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলেন গফ।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ' জৈব বলয় সুরক্ষা কমিটি আম্পায়ার মাইকেল গফকে ছয় দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। তিনি জৈব সুরক্ষা বলয়ে ভেঙে বের হয়েছিলেন।'

গত রোববার (৩১ অক্টোবর) ভারত নিউজিল্যান্ডের ম্যাচে আম্পায়ারিং করার কথা ছিল গফের। কিন্তু তিনি কোয়ারেন্টিনে থাকায় মারাইস ইরাসমাস সেই ম্যাচে আম্পায়ারিং করেন।

কোয়ারেন্টিন শেষ করে গফ আবারও দায়িত্বে ফিরবেন বলে আইসিসির একটি সুত্রে জানা গেছে। যদিও গফকে আর্থিক জরিমানা করা হয়েছে কিনা তা জানা যায়নি।