টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাটলারের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:46 সোমবার, 01 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জস বাটলারের বিধ্বংসী সেঞ্চুরিতে এবং আদিল রশিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬৩ রান করেছে ইংলিশরা। জবাবে ১৯ ওভারে ১৩৭ রানে থামে শ্রীলঙ্কা। আসরে এনিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতেছে ইয়ন মরগানের দল।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। আদিল রশিদ এবং ইংলিশ পেসারদের দাপটে ৭৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা।

এরপর ৫৩ রানের জুটি গড়েন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই দুজনের ব্যাটিংয়ের সময়ও ম্যাচে টিকে ছিল শ্রীলঙ্কা। কিন্তু ১৭ ওভারে হাসারাঙ্গাকে (৩৪) বিদায় করেন লিয়াম লিভিংস্টোন।

এরপরের ওভারে রানআউট হয়ে বিদায় নেন ২৬ রান করা শানাকাও। ম্যাচ থেকে চূড়ান্তভাবেই ছিটকে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন রশিদ।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই জেসন রয়ের (১) উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৩৫ রানের মধ্যে ফিরে যান ডেভিড মালান (৬) এবং জনি বেয়ারস্টোও (০)।

তারপর ১১২ রানের জুটি গড়েন বাটলার এবং মরগান। ধীরগতিতে ইনিংস শুরু করা মরগান শেষদিকে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৬ বলে ৪০ রান করেন।

ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করা বাটলারের ১০১* রানের ইনিংসে মোট চার ও ছক্কা ছয়টি করে। ইনফর্ম এই ইংলিশ ওপেনার খেলেন ৬৭ বল। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন হাসারাঙ্গা।