Connect with us

টি- টোয়েন্টি বিশ্বকাপ

সমালোচনা হলেও বাংলাদেশ উন্নতি করছে, দাবি ডমিঙ্গোর


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে হেরেই চলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর লাল-সবুজের দল নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। সাবেক ক্রিকেটার, মিডিয়া বা সাধারণ মানুষ- কেউই যেন কোচিং স্টাফ বা ক্রিকেটারদের সমালোচনা করতে পিছু হটছেন না। চারদিকের এমন বেগতিক অবস্থায় মোটেও বিচলিত নন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সমালোচনা হলেও দল এগিয়ে যাচ্ছে, দাবি তাঁর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডকেও ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় তারা।

এই দুটি সিরিজ জয়ে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উন্নীত হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর এটাকেই দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সাফল্য বলছেন ডমিঙ্গো।

তিনি বলেন, 'আমি জানি, দলের চারপাশে এই মুহূর্তে নেতিবাচক অনেক কিছুই আছে, কোচিং স্টাফ বা ক্রিকেটারদের নিয়ে সমালোচনাও আছে। কিন্তু দল ১১ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে। এটি বাংলাদেশ দলের জন্য বড় অর্জন। এটাই তাদের সর্বোচ্চ পজিশন। আমরা জানি, আমাদের যেখানে থাকার কথা সেখানে আমরা নেই। তবে এটি রাতারাতি বদলাবে না। এটি একটা প্রক্রিয়া।'

তিনি আরও বলেন, 'আমরা জানি, যে আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি টি-টোয়েন্টিতে শেষ ১২ মাসে দলের জয়ের হার দেখেন তাহলে বুঝবেন সেটা কতোটা দারুণ। আমরা বেশ কয়েকটি বড় সিরিজ জিতেছি। বিশ্বকাপজয়ী দুটো দেশের বিপক্ষে হেরে দলকে বাজেভাবে বিচার করাটা বেশ কষ্টদায়ক।'

গত কয়েকবছরে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে নাইম শেখ, নাসুম আহমেদ, শামিম পাটোয়ারি ও শরিফুল ইসলামদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এদের পারফরম্যান্সকেও ইতিবাচক হিসেবেই দেখছেন ডমিঙ্গো।

তিনি আরও বলেন, 'দল সামনে এগিয়ে যেতে চায়। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে যারা এই সংস্করণে ফুরিয়ে যায়নি, তাদের অবশ্যই উন্নতির জায়গাও আছে। কিন্তু আপনি যদি আমার সময়ে অভিষেক হওয়া কয়েকজন ক্রিকেটারের দিকে দেখেন, তারা কিন্তু বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। এটা ইতিবাচক দিক। আরেকটি বিশ্বকাপ আছে সামনে, সেখানে আমরা ভালো অবস্থায় থাকব।'

সর্বশেষ

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

সিরাজ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার: লক্ষ্মণ

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার রুপি অনুদান দিলেন কোহলিরা

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিসিবি একাডেমী কাপ শুরু হচ্ছে ১০ ডিসেম্বর

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বাংলাদেশের দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

তিন সংস্করণেই জয়ের একমাত্র হাফ সেঞ্চুরি কোহলির

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিপিএলে অংশ নিতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

কেবল অশ্বিনই ভাঙতে পারেন মুরালিধরনের রেকর্ড!

আর্কাইভ

বিজ্ঞাপন