টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও ব্যাকআপ আনার প্রয়োজন ছিল না: ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 সোমবার, 01 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১৫ সদস্যের বিশ্বকাপ দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে ওমানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। যদিও বাছাই পর্ব শুরুর আগে রুবেলকে দলের সঙ্গে রাখলেও বিপ্লবকে দেশ পাঠিয়ে দেয়া হয়েছিল। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বর্তমান দলের তিন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় প্রশ্ন উঠছে বাংলাদেশের আরও রিজার্ভ ক্রিকেটার নিয়ে যাওয়া প্রয়োজন ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, আরও ব্যাকআপ আনার প্রয়োজন ছিল না। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপ খেলতে ওমানের বিমান ধরেছিল বাংলাদেশ। যদ্রি টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে একের পর এক হারে বাস্তবিক অর্থে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা।

এমন অবস্থায় বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সাকিব আল হাসানের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর আগে পিঠের পুরোনো ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝ পথে দেশে ফিরতে হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। 

ইনজুরিতে ভুগছেন আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি  তাঁর। নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটারের। তাতে বাংলাদেশের স্কোয়াডে ফিট ক্রিকেটারের সংখ্যা মাত্র ১৩ জন।

সাইফউদ্দিনের বদলি হিসেবে রুবেলকে নেয়া হলেও সোহান এবং সাকিবের পরিবর্তে কাউকে নিতে পারছে না বাংলাদেশ। যার মূল কারণ বাংলাদেশের স্কোয়াডে ব্যাকআপ কোনো ক্রিকেটার নেই। কারণ রিজার্ভে থাকা দুই ক্রিকেটারের একজন স্কোয়াডে যুক্ত হয়েছেন এবং অন্যজন দেশে ফিরেছেন। 

এমন অবস্থায় সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের আরও ব্যাকআপ ক্রিকেটার আনা প্রয়োজন ছিল কিনা। যদিও সেটার প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। টাইগারদের প্রধান কোচ মনে করেন, বাংলাদেশের যথেষ্ট ব্যাকআপ ক্রিকেটার রয়েছে। 

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমাদের দলটি সবসময় দুর্দান্ত। আমরা দুজন অতিরিক্ত ব্যাটার, দুজন অতিরিক্ত পেসার, অতিরিক্ত অফ স্পিনার, দুজন উইকেটরক্ষক নিয়ে এসেছি। আমরা মনে করে শেষ দুই ম্যাচ খেলার জন্য আমাদের যথেষ্ট ক্রিকেটার রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোহান কালকের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামিম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে। যে কারণে আমি মনে করি না আমাদের আরও ব্যাকআপ আনা প্রয়োজন ছিল। আমি মনে করি শেষ দুই ম্যাচের জন্য আমাদের পর্যাপ্ত ব্যাকআপ রয়েছে।