বাংলাদেশ ক্রিকেট

টি-টোয়েন্টি নয়, টেস্ট দিয়েই ফিরছেন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 সোমবার, 01 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় খেলার মাঝে না থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও টি-টোয়েন্টিতে তাঁর সার্ভিস পাবে না বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ চার মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিশ্বকাপের পরপরই টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। কিন্তু তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম।

২৬ নভেম্বর থেকে চট্রগ্রামে শুরু হবে দুই দলের সাদা পোশাকের লড়াই। আর চট্রগ্রাম টেস্ট দিয়েই চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম। তাঁর খেলার সম্ভাবনা আছে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগেও (এনসিএল)।

ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে দেখা করেছি, তারা আগামী ৭ নভেম্বর থেকে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। তাই আমি এনসিএল খেলার পরিকল্পনা করেছি।’

দীর্ঘ দিন থেকেই আঙুলের চোটে ভোগছিলেন তামিম। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন অভিজ্ঞ এই ওপেনার। তবে চোট পুরোপুরি সারতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।

আঙুলের চোট প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক ক্রিকবাজকে বলেন, ‘আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি, আরও এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারব।’