টি- টোয়েন্টি বিশ্বকাপ

শরীরী ভাষায় পিছিয়ে ছিল ভারত, উপলদ্ধি কোহলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:59 সোমবার, 01 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শরীরী ভাষায় পিছিয়ে ছিল ভারত, যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পাননি ভারতের ক্রিকেটাররা- ম্যাচ শেষে এমন উপলদ্ধি স্বয়ং বিরাট কোহলির। ভারতের অধিনায়ক ম্যাচ হারের কোনো অজুহাতই দাঁড় করালেন না।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হারে ভারত। ম্যাচ ময়নাতদন্তের পর, 'শরীরী ভাষায়' নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরই এগিয়ে রাখেন কোহলি।

ভারতের অধিনায়ক বলেন, 'আসলেই বেশ অদ্ভূত। সত্যি কথা বলতে, আমার মনে হয় না, ব্যাটে-বলে আমরা যথেষ্ট সাহসী ছিলাম। অবশ্যই স্কোরবোর্ডে আমাদের যথেষ্ট পুঁজি ছিল না। আমরা মাঠে ঢোকার সময় শরীরী ভাষায় আমরা যথেষ্ট শক্ত ছিলাম না।'

তিনি আরও বলেন, 'নিউজিল্যান্ড মাঠে নামে আমাদের থেকে অনেক বেশি তাড়না ও আরো দারুণ শরীরী ভাষা নিয়ে। প্রথম ওভার থেকেই তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং সেটা তারা পরেও ধরে রাখে।'

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১১০ রান করে ভারত। হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজা ছাড়া দলের কোনো ব্যাটসম্যানকেই এদিন আশানরুপ খেলতে দেখা যায়নি।

কোহলি আরও বলেন, 'প্রতিবারই যখন মনে হয়েছে বড় শটের চেষ্টা করতে থাকি, আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা অবশ্য হতেই পারে। কিন্তু এখানে সেটা সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় থাকার ফল। বড় শটে যাওয়া উচিত নাকি উচিত নয়, আমাদের মনে এমন দ্বিধা কাজ করেছে হয়তো।'