টি- টোয়েন্টি বিশ্বকাপ

জৈব সুরক্ষা বলয়ের দিকে আঙুল তুললেন বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:56 সোমবার, 01 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য লম্বা সময় ধরে পরিবারের সঙ্গে নেই ভারতের ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে উঠছেন অনেকেই। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও, এমনটাই দাবি জসপ্রিত বুমরাহর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই হেরেছে ভারত। সেমিফাইনালে ওঠা অনেক কঠিন বিরাট কোহলির দলের জন্য। আসরে নিজেদের বাকি ম্যাচগুলো জিতে অন্যান্য দলের পারফরম্যান্সের অপেক্ষাও করতে হবে তাদের।

দলের এমন ব্যর্থতার দিনে বুমরাহ বলেন, 'হ্যাঁ, আপনার বিরতি দরকার। আপনি অবশ্যই আপনার পরিবারকে মিস করবেন। ছয় মাস ধরে আপনি এরকম পরিস্থিতির মধ্যেই আছেন! সুতরাং এটাই আপনার মনের আড়ালে ঘুরপাক খাবে।'

ভারতের এই পেসার আরও বলেন, 'বিসিসিআই আমাদের আরামদায়ক অবস্থানে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা কঠিন সময়। মহামারী চলছে এবং আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কিন্তু মাঝেমধ্যে জৈব সুরক্ষা বলয় মানসিক অবসাদের সৃষ্টি করে।'

পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হারে আসরের ফেভারিট দল ভারত। জৈব সুরক্ষা বলয়ের প্রভাব সরাসরি মাঠের খেলায় না পড়লেও এর প্রভাব অবশ্যই ক্রিকেটারদের ওপর পড়ে, এমনটাই দাবি বুমরাহর।

তিনি আরও বলেন, 'অবশ্যই আপনি যখন মাঠে খেলবেন, এসব আপনার মাথায় থাকবে না। তবে জৈব সুরক্ষা বলয়ে সময় কাটানো এবং পরিবার থেকে লম্বা সময় দূরে থাকা অবশ্যই কোনো না কোনো ভূমিকা পালন করে।'