টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের কাছে হারায় আসগরের অবসর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 রবিবার, 31 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে হারের পর হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলেন আসগর আফগান। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আসগর জানিয়েছেন যে, পাকিস্তানের কাছে হারের পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে চেপে ধরেছিল আফগানিস্তান। ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত ম্যাচে ছিল মোহাম্মদ নবির দল। শেষ দুই ওভারে যখন ২৪ রান প্রয়োজন তখন বোলিংয়ে আসেন করিম জানাত। ডানহাতি এই পেসারের এক ওভারে ৪টি ছক্কা মেরে পাকিস্তানকে জেতান মোহাম্মদ আসিফ। এমন হারের পর অবসরের সিদ্ধান্ত আসগর। 

নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আসগর বলেন, ‘অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আমি কেন এখনই অবসর নিচ্ছি। এটি আসলে ব্যাখ্যা করতে পারবো না। শেষ ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) আমরা বড় একটা ধাক্কা খেয়েছি, সেই জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আসগর। এরপর সব সংস্করণ মিলে খেলেছেন ১৯৫ ম্যাচ। লম্বা সময় ধরে তিনি জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন। আফগানিস্তানের জার্সিতে ১১৫টি ওয়ানডে খেলছেন আসগর।। যেখানে ২৪.৬৭ গড়ে করেছেন দুই হাজার ৪৬৭ রান।

৫০ ওভারের ক্রিকেটে মোট ৫৯ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে খেলেছিল আফগানিস্তান। সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন মোট ৬টি। যেখানে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান।

২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই সংস্করণে পা রেখেছিল আফগানিস্তান। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়কও তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৪ ম্যাচে ২৩.৭২ গড়ে আসগর করেছেন এক হাজার ৩৮২ রান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১১০.৮২। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে চারটি হাফ সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক।