টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে রান রেটে চোখ থাকবে অস্ট্রেলিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 রবিবার, 31 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এর ম্যাচে নেট রান রেটের সমীকরণ মাথায় রেখে মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। নেট রান রেটে কিছুটা পিছিয়ে পড়ায় এই ম্যাচে বাড়তি নজর দেবে অজিরা।

গ্রুপ-১ এ তিনটি ম্যাচ খেলে সবগুলোতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইংল্যান্ড। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রান রেট +০.২১০।

তিনটি ম্যাচে দুটি জয় নিয়ে রানরেটে পিছিয়ে আছে অজিরা। অ্যারন ফিঞ্চের দলের রান রেট -০.৬২৭। সেমিফাইনালে উঠতে হলে জয় ছাড়াও নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হতে পারে তাদের।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা বলেন, 'আমরা জানি, আমাদের ওপর অনেক চাপ। আমাদের রান রেট কিছুটা কম। তাই পরের দুটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এরপরের ম্যাচটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামব।'

গ্রুপ-১ এর বাকি তিন দল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ পয়েন্ট তালিকায় যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামি ৪ নভেম্বর মাঠে নামতে যাওয়া বাংলাদেশ এখনো সুপার-১২ এ জয়ের দেখা পায়নি।

জাম্পা আরও বলেন, 'আগের ম্যাচগুলোর ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ব্যাটিং এবং বোলিংয়ে আরও ভালো কীভাবে করা যায় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা দ্রুতই এসব কাটিয়ে উঠব।'