টি- টোয়েন্টি বিশ্বকাপ

কোনো বোলারকেই সমীহ করছেন না বাটলার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:56 রবিবার, 31 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন জস বাটলার। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার কোনো বোলারকেই সমীহ করে খেলছেন না। তাঁর ব্যাটিংয়ের এমন দর্শন খুবই পছন্দ হয়েছে ইয়ন মরগানের।

আসরে এখন পর্যন্ত ১১৩ রান করেছেন বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ২২ বলে ২৪*, বাংলাদেশের বিপক্ষে ১৮ বলে ১৮ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ বলে ৭১* রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে আউটই হননি ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাঁর বিধ্বংসী মেজাজের ব্যাটিংয়ে শুরুতেই মানসিকভাবে এগিয়ে থাকছে ইংল্যান্ড।

বাটলার প্রসঙ্গে মরগান বলেন, 'সে এমন কোনো বোলারকে লক্ষ্য করছে না যাকে তার খেলতে সুবিধা হয়। সে সবাইকেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছে। আপনি যদি এমন কাউকে শুরুতেই পান যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা দারুণ। খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া অবশ্যই দারুণ একটা ব্যাপার।

ইংল্যান্ডের দলপতি আরও বলেন, 'সে অবশ্যই সেরা ক্রিকেটার। তবে এখনো সে তাঁর খেলা উন্নতি করার চেষ্টা করছে। যত বোলারকেই সে খেলছে, আরও উন্নতি করার চেষ্টা করছে।'

আগামি পহেলা নভেম্বর শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এবারের আসরে এটি ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ।