টি- টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের মাঝপথেই আসগরের অবসর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:04 রবিবার, 31 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আসগর আফগান। রবিবার (৩১ অক্টোবর) নামিবিয়ার বিপক্ষে আফগানিস্তানের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই মিডল অর্ডার ব্যাটার।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আসগর। এরপর সব সংস্করণ মিলিয়ে খেলেছেন ১৯৫ ম্যাচ। লম্বা সময় ধরে তিনি দলের অধিনায়কত্বও করেছেন।

আসগর আফগানিস্তানের জার্সিতে ওয়ানোডে খেলছেন ১১৫টি। যেখানে ২৪.৬৭ গড়ে করেছেন দুই হাজার ৪৬৭ রান। ওয়ানডেতে মোট ৫৯ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে খেলেছিল আফগানিস্তান।

সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন মোট ৬টি। যেখানে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই সংস্করণে পা রেখেছিল আফগানিস্তান। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়কও তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৪ ম্যাচে ২৩.৭২ গড়ে আসগর করেছেন এক হাজার ৩৫১ রান। যেখানে তাঁর স্ট্রাইকরেট ১১০.৩৭। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে চারটি হাফ সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পরও আফগানিস্তানের ম্যাচ বাকি থাকবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানে জিতলে সেমি-ফাইনালে খেলারও সম্ভাবনা আছে তাদের। কিন্তু কোনো এক অজানা কারণে বিশ্বকাপের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন আসগর।