আইপিএল

রাহুলকে পেতে চায় আহমেদাবাদ, ওয়ার্নারে চোখ লক্ষ্ণৌর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:48 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। নতুন নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে ড্রাফট থেকে তিনজন করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে দল দুটি। যেখানে লোকেশ রাহুলকে পেতে আগ্রহী আহমেদাবাদ এবং ডেভিড ওয়ার্নারকে পেতে চায় লক্ষ্ণৌ। যদিও সেটা নির্ভর করবে তাঁদের পুরোনো ফ্র্যাঞ্চাইজি রাহুল ও ওয়ার্নারকে ছেড়ে দেয়ার ওপর।

আইপিএলের গত দুই আসরে দারুণ ব্যাটিং করেছেন রাহুল। ব্যক্তিগতভাবে সাফল্য পেলেও দলকে শিরোপার স্বাদ দিতে পারেননি ডানহাতি এই ব্যাটার। যে কারণে মেগা নিলামের জন্য তাঁকে ছেড়ে দিতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব। রাহুলকে পাঞ্জাব ছেড়ে দিলে সেই সুযোগ লুফে নিতে চায় আহমেদাবাদ। এমনটাই দাবি করছে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

শুধু রাহুলই নয় এবারের আসরে যুক্ত হওয়া দলটি নজর রাখছে হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ারের ওপরও। ইনজুরির কারণে সর্বশেষ দুই আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তেমন কিছু করতে পারেননি হার্দিক। যে কারণে তাঁকে ছেড়ে দেয়া সময়ের ব্যাপার মাত্র।

এদিকে আইয়ারকেও ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। তাঁদেরকে ছেড়ে দিলে দলে পাওয়ার চেষ্টা করবে আহমেদাবাদ। আরেক নতুন দল লক্ষ্ণৌ লক্ষ্য রাখছে ওয়ার্নার, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার ও সুরেশ রায়নার ওপর।

সাম্প্রতিক ফর্ম আর বিদেশি কোটায় সর্বোচ্চ দুইজন ধরে রাখার নিয়ম থাকায় ওয়ার্নারকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটি বিদেশীদের মধ্যে ধরে রাখতে পারে রশিদ খান ও কেন উইলিয়ামসনকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের দেশি তিন সেরা ক্রিকেটারের তালিকায় এগিয়ে আছেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও ইশান কিশান। তাই সূর্যকুমারকে ছেড়ে দিতে পারে তারা। ফর্মের বিবেচনায় ভুবনেশ্বর এবং রায়নাকেও ছেড়ে দিতে পারে তাঁদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি। তাঁদেরকে ছেড়ে দিলে দলে ভেড়ানোর পরিকল্পনা আটছে লক্ষ্ণৌ।