টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যাটট্রিক তুলে নেয়ার পর খানিকটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে ম্যাচ জিততে ১৫ রানের বিকল্প ছিল না প্রোটিয়াদের। কঠিন সেই সমীকরণ অবশ্য সহজেই উতরে গেছে টেম্বা বাভুমার দল। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচের লাগাম টেনে ধরেন ডেভিড মিলার। পঞ্চম বলে ৪ মেরে দলের ৪ উইকেটের জয় নিশ্চিত করেন কাগিসো রাবাদা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে শুরুটা ভালো করতে পারেননি কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ইনিংসের চতুর্থ ওভারে দুশমন্থ চামিরার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১২ বলে ১১ রান করা হেনড্রিকস।

একই ওভারে প্যাভিলিয়নের পথে হাঁটেন ডি কক। চামিরার বলে তুলে মারতে গিয়ে ১২ রান করে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এদিন থিতু হতে পারেননি তিনে নামা রাসি ভ্যান ডার ডুসেনও। দাসুন শানাকার দারুণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন তিনি। ভালো শুরু করা ডুসেন করেছেন ১১ বলে ১৬ রান।

চারে নেমে অবশ্য দারুণ ব্যাটিং করেন অধিনায়ক বাভুমা। হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেও দলের প্রয়োেজনের ৪৬ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। জয়ের পথে এগিয়ে যেতে থাকা প্রোটিয়াদের চেপে ধরেন হাসারাঙ্গা। অ্যাইডেন মার্করাম, বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন হাসারাঙ্গা। এর আগে কুর্টিস ক্যাম্ফার ও ব্রেট লি হ্যাটট্রিক করেছিলেন। শেষ ওভারের ৫ বলে ১৮ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন রাবাদা ও মিলার। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা তিনটি ও চামিরা দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন পাথুম নিশানকা। এ ছাড়া ২১ রান করেছেন চারিথ আসালঙ্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরাইজ শামসি ও প্রিটোরিয়াস তিনটি করে উইকেট নিয়েছেন।