টি- টোয়েন্টি বিশ্বকাপ

কোহলিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় সাউদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ফলাফল পক্ষে না আসলেও দল হিসেবে ভালো খেলেছিল কিউইরা। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বিশাল ব্যবধানে। তাই বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টিম সাউদি।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। কিন্তু শুরুটা নিজেদের মতো করে করতে পারেনি কোহলির দল। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে হেরেছে দশ উইকেটে। সাউদি মনে করেন, ভারতের যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের প্রত্যাশা করছেন অভিজ্ঞ এই পেসার।

সাউদি বলেন, ‘তারা বিশ্বমানের দল। অনেক বছর ধরেই ভালো খেলছে এবং গত ম্যাচে হারের পর এই ম্যাচে নিশ্চয় জয়ের জন্য মুখিয়ে আছে। দুই দলের মধ্যে একটা প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।’

নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। তবে অনেকটা সময় ধরে ম্যাচে ছিল কিউইরা। সবমিলিয়ে দল হিসেবে ভালো খেলেছিল কেন উইলিয়ামসনের দল।

সাউদি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক দূর গিয়ে হেরেছি তবে এখন আমরা বাকি ম্যাচগুলোর দিকে লক্ষ্য রাখছি। সামনে সহজ কোনো ম্যাচ নেই। তাই ভারতের বিপক্ষে ম্যাচেই নজর দিচ্ছি।’

আমিরাতের ভিন্ন কন্ডিশন কিছুটা হলেও ভোগাচ্ছে কিউইদের। এ প্রসঙ্গে সাউদি বলেন, ‘আমরা জানি, এখানের কন্ডিশন নিউজিল্যান্ড থেকে ভিন্ন। আপনাকে এখানকার তিনটি মাঠের সঙ্গেই মানিয়ে নিতে হবে।’