টি- টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চান না ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়রথ চলছেই। শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ডের পর আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত গতিতে এগিয়ে চলছে দলটি। তাতে আসরের অন্যান্য দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাবর আজমরা। সেমিফাইনালে ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের মুখোমুখি না হোক ইংল্যান্ড, এমনটাই চাওয়া মাইকেল ভনের।

আসরের ২৪তম ম্যাচে আফগানিস্তানের ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য শেষ দুই ওভারে ২৪ রান দরকার ছিল পাকিস্তানের। তাতে চিন্তুার ভাঁজ পড়েছিল দলটির সমর্থকদের। এমন মুহূর্তে ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন আসিফ আলী।

আফগানিস্তানকে হারানোর মাধ্যমে আসরে টানা তৃতীয় জয়ে গ্রুপ-টু এর পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। বাকি দুই ম্যাচ নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাতে গ্রুপ-ওয়ানের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠলে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। তবে সেমিতে পাকিস্তানকে এড়িয়ে যেতে চান ভন।

এ প্রসঙ্গে ভন বলেন, 'আগামীকালের (শনিবার) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচটি একটি দানবীয় লড়াই হতে চলেছে। যে জিতবে সেই শীর্ষে উঠবে। আমি নিশ্চিত পাকিস্তান তাদের গ্রুপে শীর্ষে থাকবে। আমি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চাই না। আমি অন্য সেমিফাইনালে খেলতে পারলে বেশি খুশি হবো এবং আশা করি কেউ তাদের (পাকিস্তান) ছিটকে দেবে। আমরা ফাইনাল থেকে অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে ওদের সবকিছুই আছে।’

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে জয়ের ধারায় থেকে পাকিস্তান প্রতিপক্ষ দলগুলোকে শক্তিশালী বার্তা দিচ্ছে বলে মনে করছেন ভন। তাছাড়া আফগানিস্তানকে যেভাবে কোণঠাসা করে হারিয়েছে তা দেখে বেশ চিন্তিত তিনি। অন্যান্য দলগুলোর জন্য পাকিস্তান উদ্বেগের কারণ হতে পারে বলে অন্যান্য দলগুলোকে হুশিয়ারি দিয়েছেন তিনি।

সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘জয়ের পথ অতিক্রম করতে তারা শেষ পর্যন্ত যে কায়দায় নিজেদের কাজ শেষ করেছে, এটি বেশ শক্তিশালী বার্তা দেয়। টিম কম্বিনেশনে তারা আফগানিস্তানকে কোণঠাসা করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। বিষয়টি প্রতিযোগিতার অন্য সব দলের জন্য উদ্বেগজনক।’