টি- টোয়েন্টি বিশ্বকাপ

হারের দায় নিজের কাঁধে নিলেন মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:00 শনিবার, 30 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষের দিকে জয়ের আশা জাগিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আন্দ্রে রাসেলের শেষ ওভারে ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি তিনি। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে বাংলাদেশের। উইকেটে থেকেও দলকে না জেতাতে পারার দায় নিজের কাঁধে নিয়েছেন মাহমুদউল্লাহ।

উইন্ডিজের দেয়া ১৪৩ রানের তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। সে সময় উইকেটে ছিলেন মাহমুদউল্লার ও আফিফ। চারটি ডাবল ও একটি সিঙ্গেল নেয়ার পর রোটেড করে শেষ বলে জয়ের জয়ের বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৪ রান।

যদিও রাসেলের নিখুঁত ইয়র্কারে কোনো রানই নিতে পারেননি মাহমুদউল্লাহ। উইন্ডিজ বাঁ প্রান্তের সীমানার চারটি ফিল্ডার রাখায় রাসেল ডান প্রান্ত বরাবর ইয়র্কার করতে পারে তা আগেই বুঝতে পেরেছিলেন মাহমুদউল্লাহ। তবে ইয়র্কার লেন্থের বল হওয়ায় তা তুলে মারতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'শেষ বলটা আমি জানতাম যে, রাসেল ব্লক হোলে করবে। কারণ লেগ সাইডে যেহেতু চারটা ফিল্ডার ছিল। আগের দুইটা বলও ভালো ইয়র্কার করেছিল, সেগুলো আমি তুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘চিন্তা করেছিলাম যে যদি একটু জায়গা করি বা ও যদি মিস করে, তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি বা যদি ও মিস করে তাহলে কাভার, পয়েন্ট বা ব্ল্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও মারতে পারি। এটা আমার দোষ। আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ওই শেষ বলটায়।’