টি- টোয়েন্টি বিশ্বকাপ

আমাদের দলে রাসেলের মতো কেউ নেই: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:40 শুক্রবার, 29 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনিংসের শেষ দিকে দ্রুত গতিতে রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার কাজটি করে থাকেন ফিনিশাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড ও ভারতের হয়ে হয়ে এই ভূমিকা পালন করে থাকেন হার্দিক পান্ডিয়া। তবে বাংলাদেশে একজন দক্ষ ফিনিশারের অভাব দীর্ঘদিনের।

অভিষেকের পর শামীম পাটোয়ারি সেই আশা জাগালেও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে রীতিমতো ব্যর্থ তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিনিশার শামীমের অভাব বোধ করেছেন অনেকে। বাংলাদেশ দলে রাসেলের মতো স্লগার না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারের লড়াইয়ে ৩ রানে হেরেছে বাংলাদেশ। জয়ের শেষ ওভারে ১৩ রান দরকার থাকলে তা করতে পারেননি আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ। এমন মুহূর্তে শামীম থাকলে জয়ের সম্ভাবনা ছিল কি না, ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। প্রতিউত্তরে শামীম কখনোই স্লগার ব্যাটার না বলে জানান মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমে আমি আপনার ভুলটা ভাঙাই। শামিম কোনো স্লগার ব্যাটার না, সে একজন বিশেষজ্ঞ ব্যাটার। স্লগার বলতে আমার মনে হয় না বাংলাদেশ দলে এমন কেউ আছে রাসেলের মতো। আমার জানামতে এমন কেউ নেই বাংলাদেশ দলে। তো আমার বা টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে টপ-অর্ডারটা আরেকটু বড় করি যে কারণে আমিও একটু নিচে নেমেছি। তো আমরা চেষ্টা কররেছি টপ-অর্ডারটা যাতে শক্ত করে সাজানো য়ায়। এই চিন্তা ছিল আর কি।’

ক্যারিবীয়দের বিপক্ষে ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে মাঠ ছাড়েন ৪৩ বলে ৪৪ রান করা লিটন দাস। এরপর উইকেটে এসে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি আফিফ। শেষ ওভারে ২ বল সুযোগ পেয়ে করেছেন মাত্র ২ রান। শামীম থাকলে উইকেটে এসেই মেরে খেলতে তারও কিছুটা সময় লাগত বলে মনে করেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমি আবারও বলছি শামিম কোনো স্লগার ব্যাটার না। সে একজন বিশেষজ্ঞ ব্যাটার। ওরও একটু সময় লাগে। সে মারতে পারে। সবাই মারতে পারে তবে সেজন্য মোমেন্টাম লাগে। সে মারতে পারে ওর গায়ে ওই রকম শক্তি আছে। সবারই এক-দুই বল সময় লাগে। কিন্তু আমার মনে হয় ওকে ওরকম স্লগার আখ্যা দেয়া ঠিক না।’